এজবাস্টনে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ধোনির ১৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন পন্থ
এজবাস্টন, ২ জুলাই ( হি. স.) : এজবাস্টনে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ধোনির ১৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ঋ
এজবাস্টনে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ধোনির ১৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন পন্থ


এজবাস্টন, ২ জুলাই ( হি. স.) : এজবাস্টনে দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়ে ধোনির ১৭ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থন। রোহিত শর্মার অনুপস্থিতি এবং বিরাট কোহলির ব্যর্থতা সত্ত্বেও ভারতীয় শিবিরকে চূড়ান্ত স্বস্তি দিলেন পন্থ। ১৪৬ রানের মূল্যবান ইনিংস খেলে দলকে খাদের মুখ থেকে টেনে তোলেন ভারতীয় উইকেটকিপার। একইসঙ্গে তিনি ভেঙে দিলেন মহেন্দ্র সিং ধোনির ১৭ বছরের পুরনো রেকর্ড।

শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে ৮৯ বলে অনবদ্য সেঞ্চুরি করেন পন্থ। এটাই টেস্টে তাঁর পঞ্চম শতরান। বিলেতের মাটিতে তাঁর সাফল্য দেখে উচ্ছ্বসিত কোচ রাহুল দ্রাবিড়। কোচকে খুশি করার পাশাপাশি ধোনিকেও পিছনে ফেলে দিলেন তিনি। এজবাস্টনের বাইশ গজে তৈরি হল নয়া রেকর্ড। ভারতীয় উইকেটকিপার হিসেবে সবচেয়ে কম বলে টেস্টে সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ। ২০০৫ সালে ফৈজলাবাদে পাকিস্তানের বিরুদ্ধে ৯৩ বলে শতরান করেছিলেন ধোনি। শুধু তাই নয়, একমাত্র ভারতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে চারটি শতরান ঝুলিতে ভরলেন পন্থ। তাঁর কেরিয়ারের খাতায় নথিভুক্ত হয়েছে আরও একটি রেকর্ড। সর্বকনিষ্ঠ উইকেটরক্ষক হিসেবে টেস্টে ২০০০ রানের গণ্ডি পার করলেন তিনি।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande