১১ দিন পর মুম্বই পৌঁছলেন শিন্দে গোষ্ঠীর বিদ্রোহী বিধায়করা, যৌথ বৈঠকে তৈরি কৌশল
মুম্বই, ২ জুলাই ( হি. স.) : একনাথ শিন্দে গোষ্ঠীর বিদ্রোহী বিধায়করা ১১ দিন পর শনিবার সন্ধ্যায় মুম্ব
১১ দিন পর মুম্বই পৌঁছলেন শিন্দে গোষ্ঠীর বিদ্রোহী বিধায়করা, যৌথ বৈঠকে তৈরি কৌশল


মুম্বই, ২ জুলাই ( হি. স.) : একনাথ শিন্দে গোষ্ঠীর বিদ্রোহী বিধায়করা ১১ দিন পর শনিবার সন্ধ্যায় মুম্বই পৌঁছেছেন। এই সমস্ত বিধায়ককে কড়া পুলিশি নিরাপত্তায় মুম্বই বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া হয়। হোটেলে বিজেপি বিধায়কদের সাথে শিন্দে গোষ্ঠীর বিধায়কদের একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয় এবং দুদিনের বিশেষ অধিবেশনের কৌশল নির্ধারণ করা হয়েছে।

এই বৈঠকে বিধানসভার স্পিকার পদে নির্বাচনের সময় বিজেপি এবং শিন্দে গোষ্ঠীর বিধায়কদের একসঙ্গে ভোট দেওয়ার অনুমতি দেওয়ার জন্য একটি কৌশল তৈরি করা হয়েছে এবং তারপরে আস্থা ভোটের জন্য। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও। মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে বলেন, তাঁর ১২০ টিরও বেশি বিজেপি বিধায়ক এবং তাদের মধ্যে ৫০ জন, তাই আস্থা ভোটে জেতা কেবল একটি আনুষ্ঠানিকতা। উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের অভিজ্ঞতা নিয়ে তিনি রাজ্যে ভালো সরকার দেওয়ার চেষ্টা করবেন।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande