বিজেপি ২৫টি আসন পেলে কান ধরে ওঠবোস করবেন, সুকান্তর উদ্দেশে মন্তব্য ফিরহাদের
কলকাতা, ২ জুলাই (হি. স.) : আগামী লোকসভা নির্বাচনে ২৫টি আসন পাবে বলে দাবি করেছেন বিজেপি-র রাজ্য সভাপত
বিজেপি ২৫টি আসন পেলে কান ধরে ওঠবোস করবেন, সুকান্তর উদ্দেশে মন্তব্য ফিরহাদের


কলকাতা, ২ জুলাই (হি. স.) : আগামী লোকসভা নির্বাচনে ২৫টি আসন পাবে বলে দাবি করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা আক্রমণ শানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এক ধাপ এগিয়ে বলেছেন, “না পেলে কান ধরে ওঠবোস করবেন।“

বিজেপি নেতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার ফিরহাদ হাকিম বলেন, বিজেপি যদি দুইয়ের বেশি আসন পায়, আমি কান ধরে ওঠবস করব। সুকান্ত বাবু যা শর্ত দেবেন তাই মানব। যধি না হয় কী করবেন, উনি বলুন। রাজ্য বিজেপি সভাপতির দাবি উড়িয়ে তৃণমূলে নেতা জানান, আসন্ন লোকসভা ভোটে এ রাজ্য থেকে একটাও আসন পাবে না বিজেপি। ২০১৯ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি ১৮টি আসন জিতেছিল। কিন্তু বিধানসভা ভোটে ৭৭ আসন পেয়েই থামতে হয় তাদের। এই জয়ীদের কয়েকজন পরবর্তীকালে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গে বিজেপি-র অবস্থা গত এক বছরে যথেষ্ঠ নেতিবাচক।

এই অবস্থায়, শনিবার হায়দরাবাদে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে যোগ দিতে গিয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি দাবি করেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তাঁরা ২৫টি আসন পাবেন। সেই দাবি প্রসঙ্গে প্রশ্ন করা হলে ফিরহাদ হাকিম বলেন, ‘‘উনি আমাকে এই বিষয়টা কি লিখে দিতে পারবেন যে, বিজেপি এ রাজ্য থেকে ২০২৪ সালের নির্বাচনে ২৫টি আসন জিতবে?’’

পুর ও নগরোন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘আমার মনে হয়, এ রাজ্য থেকে বিজেপি ২০২৪ সালে এক থেকে দু'টির বেশি আসন তিনি পাবেন না। আমরা চাইছি, সেই আসনটিকে শূন্যে পাঠিয়ে দিতে, যাতে বিজেপি আর এ রাজ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে।’’ তিনি আরও বলেছেন, ‘‘অব কি বার ২০০ পার— স্লোগান দিয়ে যে ধাক্কা বিজেপি খেয়েছে, তার পর আর এ রাজ্যে ফিরে আসা সম্ভব নয়। এখন হয়তো তাঁরা বিরোধী দলের জায়গা পেয়েছেন। কিন্তু যে ভাবে বিজেপিতে দিন দিন ভাঙন হচ্ছে, তাতে বিজেপি কোনও ভাবেই ২৫টি আসন তো দূর, কোনও আসন ধরে রাখতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।’’

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande