স্বাধীনতার ৭৫ বর্ষ, ১৫ আগস্ট অবধি দেশের সমস্ত স্মৃতিসৌধে বিনামূল্যেই প্রবেশাধিকার
নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): ভারত স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন করছে, আজাদি কা অমৃত মহোৎসব ভারত সরকার আয়
স্বাধীনতার ৭৫ বর্ষ, ১৫ আগস্ট অবধি দেশের সমস্ত স্মৃতিসৌধে বিনামূল্যেই প্রবেশাধিকার


নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): ভারত স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপন করছে, আজাদি কা অমৃত মহোৎসব ভারত সরকার আয়োজিত বৃহৎ এক অনুষ্ঠানেরই অংশবিশেষ। গত ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশের সমস্ত প্রত্নতাত্ত্বিক স্মৃতিস্তম্ভগুলি ও সাইটগুলিতে মিলছে অবাধ প্রবেশাধিকার। স্বাধীনতা দিবসের দিন, অর্থাৎ ১৫ আগস্ট পর্যন্ত এই সমস্ত জায়গাগুলিতে প্রবেশের জন্য লাগবে না কোনও টাকা। ছোট থেকে বড়, সকলে বিনামূল্যেই এই স্থানগুলিতে প্রবেশ করতে পারবেন।

এ বছর ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজাদ কা অমৃত মহোত্‍সব উদ্যাপনের অংশ হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে। ভারতে প্রায় ৩৬ হাজার এএসআই অধীনস্থ স্মৃতিস্তম্ভ রয়েছে। প্রত্যেকটিতেই জ্বলজ্বল করছে ভারতের ইতিহাস। যেমন - দিল্লির হুমায়ুনের সমাধি, কুতুব মিনার, জয়পুরের হাওয়া মহল, মামাল্লাপুরমের তীরের মন্দির, মহারাষ্ট্রের অজন্তা-ইলোরা গুহা, ইত্যাদি। এই সবক’টি স্মৃতিস্তম্ভগুলিতেই ১৫ আগস্ট অবধি একেবারে বিনামূল্যে প্রবেশ করা যাবে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ। কাকলি


 rajesh pande