শিল্পাঞ্চলে ৭৫ মিটার জাতীয় পতাকা, কোথাও ৭৫ মহিলার শঙ্খধ্বনি, হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির মাধ্যমে পালিত হল
দুর্গাপুর, ১৫ আগস্ট (হি. স.) সারা দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষপূর্তি উদযাপন। প্রধা
শিল্পাঞ্চলে ৭৫ মিটার জাতীয় পতাকা, কোথাও ৭৫ মহিলার শঙ্খধ্বনি, হেলিকপ্টারে পুষ্পবৃষ্টির মাধ্যমে পালিত হল


দুর্গাপুর, ১৫ আগস্ট (হি. স.) সারা দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীনতা দিবসের ৭৫ বর্ষপূর্তি উদযাপন। প্রধানমনন্ত্রী এদিনটি স্মরনীয় রাখার জন্য 'হর ঘর তিরাঙ্গা' র ডাক দিয়েছেন। ওই ওয়েবসাইটে জাতীয় পতাকা নিয়ে নিজেদের আপলোড করতে পারে দেশবাসী। বের করতে পারে নিজেদের শংসাপত্র। সারা দেশের সঙ্গে দুর্গাপুর, অন্ডাল, পানাগড়, বুদবুদে সাড়ম্বরে পালিত হল স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উদযাপন।

সোমবার সকালে দুর্গাপুর মহকুমাশাসক দফতরের সামনে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মহকুমাশাসক সৌরভ চ্যাটার্জী। এছাড়াও মহকুমাশাসক দফতরের চত্ত্বরে স্বাধীনতা সংগ্রামীদের আবক্ষ মুর্তিতে মাল্য দান করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।

দিনটিকে স্মরণীয় রাখতে এদিন অন্ডাল ব্লকের উখরা যুবশক্তি ক্লাব অভিনব উদ্যোগ নেয়। এদিন ক্লাবের পক্ষ থেকে ৭৫ মিটার লম্বা জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রার আয়োজন করে। উখড়া বিবিরবাঁধ পাড়ায় ক্লাব চত্বর থেকে জাতীয় পতাকা হাতে শোভাযাত্রাটির সূচনা হয়। মাধাইগঞ্জ রোড দিয়ে শংকরপুর মোড়, উখরা বাজারসহ গোটা গ্রাম পরিক্রমা করে বিবিরবাঁধ পাড়ায় ফিরে আসে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রায় অংশ নিয়েছিল ক্লাবের শতাধিক সদস্য । ক্লাব সভাপতি ও সম্পাদক অমর কর্মকার, তপন মন্ডল প্রমুখ জানান, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন প্রতিবারই আমরা জাতীয় পতাকা হাতে শোভাযাত্রার আয়োজন করি। এবার ৭৫ বছর পূর্তি স্মরণীয় রাখতে ৭৫ মিটার লম্বা জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রার উদ্যোগ।

অন্যদিকে, এদিন দুর্গাপুর ইস্পাতনগরীর ভলিবল ক্লাব সকাল থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করে। এদিন ৭৫ টি ট্যাবলো সহকারে শোভাযাত্রার পাশাপাশি ৭৫ জন মহিলার শঙ্খধ্বনিতে মুখরিত হয় গোটা শিল্পনগরী। প্রায় ১০০ মিটার উচ্চতার টাওয়ারে জাতীয় পতাকা উত্তোলন হয়। একই সঙ্গে অনুষ্ঠান চলাকালীন হেলিকপ্টারে করে পুষ্প বৃষ্টি করা হয়। একইসঙ্গে সোমবার সকালে বৃষ্টিকে উপেক্ষা করে কাঁকসার সিলামপুরে নিজের পড়ুয়াদের নিয়ে বর্নাঢ্য প্রভাতফেরী করে গৃহশিক্ষিকা তথা পরিবেশকর্মী ইশমাতারা খাতুন। তারপর নিজের বাড়ীর বারান্দায় পড়ুয়াদের নিয়ে নৃত্যগীত পরিবেশন করেন। এদিন নানান অনুষ্ঠানের মাধ্যমে পানাগড় ও বুদবুদে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপিত হয়। যদিও, গত ১৩ আগস্ট থেকে নানান কর্মসূচী আয়োজন করেছে পানাগড় বাজারের বিভিন্ন সংগঠন। রবিবার বিকালে ছিল জাতীয় পতাকা সঙ্গে নিয়ে মোটরবাইক র‍্যালি। সোমবার বুদবুদ ও পানাগড়ে বিভিন্ন ক্লাবে বিভিন্ন মোড়ে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টি বিতরন করা হয়।

হিন্দুস্থান সমাচার / জয়দেব


 rajesh pande