মিশর: গির্জায় আগুনে প্রাণ হারালেন ৪০ জন
গিজা (মিশর), ১৫ আগস্ট ( হি.স.) : মিশরের গিজা শহরের একটি গির্জায় রবিবারের একটি বিশেষ প্রার্থনার সময়
মিশর: গির্জায় আগুনে প্রাণ হারালেন ৪০ জন


গিজা (মিশর), ১৫ আগস্ট ( হি.স.) : মিশরের গিজা শহরের একটি গির্জায় রবিবারের একটি বিশেষ প্রার্থনার সময় বিশাল অগ্নিকাণ্ড ও পদদলিত হয়ে কমপক্ষে ৪০ জনেরও বেশি লোক হত এবং অনেক আহত হয়েছেন।

সরকারী সূত্রের মতে, মৃতদের মধ্যে শিশুও রয়েছে। কমপক্ষে ১২জনেরও বেশি মানুষ দগ্ধ হয়েছেন।

জানা গিয়েছে, কপটিক আবু সিফিন চার্চে প্রায় পাঁচ হাজার মানুষ রবিবারের প্রার্থনার জন্য জড়ো হয়েছিল। এসময় সেখানে আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে পদদলিত হয়। খবরে বলা হয়েছে, আগুনের কারণে প্রবেশদ্বারটি অবরুদ্ধ করার ফলে পদদলিত হয়। হাসপাতালের খবর অনুযায়ী, এই ভয়াবহ দুর্ঘটনায় তিন থেকে ১৬ বছর বয়সী প্রায় ১৮ জন শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande