স্বাধীনতা দিবসে চ্যাংরাবান্ধা সীমান্তে বিজিবিকে মিষ্টি দিল বিএসএফ
চ্যাংরাবান্ধা, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে সোমবার কোচবিহার জেলার চ্যাংরাব
স্বাধীনতা দিবসে চ্যাংরাবান্ধা সীমান্তে বিজিবিকে মিষ্টি দিল বিএসএফ


চ্যাংরাবান্ধা, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে সোমবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে মিষ্টি তুলে দিলেন বিএসএফের ৯৮ নম্বর ব্যাটালিয়নের সিও দীপক কুমাওৎ।

চ্যাংরাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিএসএফের জওয়ানদের দ্বারা গার্ড অব অনার নেন সিও। এদিন সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্টে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। সেখানে শিশুরা অংশ নেয়। যা দেখতে সীমান্তের দুই পাড়েই প্রচুর মানুষের ভিড় জমেছিল। শিশুদের বিএসএফের তরফে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ১৮০ ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড সত্যেন্দর পাঠক, ৯৮ ব্যাটালিয়নের অশোক কুমার, ডিসি সুমন রায় গুপ্তা প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের ডিআইজি ব্রিগেডিয়ার বিজয় মেহতা জানান, চ্যাংরাবান্ধা সীমান্তেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।-হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande