মরশুমের শুরুতেই বড় ধাক্কা মোহনবাগান শিবিরে, করোনা আক্রান্ত ব্রেন্ডন
কলকাতা, ১৫ আগস্ট ( হি.স.) : আগামীকাল ১৬ আগস্ট থেকেই শুরু হয়ে যাচ্ছে এবারের মরশুম। ডুরান্ড কাপ দিয়ে ম
মরশুমের শুরুতেই বড় ধাক্কা মোহনবাগান শিবিরে, করোনা আক্রান্ত ব্রেন্ডন


কলকাতা, ১৫ আগস্ট ( হি.স.) : আগামীকাল ১৬ আগস্ট থেকেই শুরু হয়ে যাচ্ছে এবারের মরশুম। ডুরান্ড কাপ দিয়ে ময়দানে বল গড়াবে। কিন্তু তার আগেই বড় ধাক্কা মোহনবাগান শিবিরে। জানা গিয়েছে, করোনা থাবা বসিয়েছে অজি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলের শরীরে। শুধু তাই নয়, অন্তত ৫ ফুটবলার ভুগছেন জ্বরে। দলের অন্য খেলোয়াড়রাদেরও করোনা টেস্ট করানো হয়েছে।

সবুজ-মেরুনের মিডফিল্ডার দীপক টাংরি এবং আশিক কুরুনিয়ান, স্ট্রাইকার মনবীর সিং এবং গোলকিপিং কোচ অ্যাঞ্জেল পিন্ডাডো জ্বরের কবলে পড়েছেন। তারই মধ্যে করোনা ভাইরাসে সংক্রমিত ব্রেন্ডন। তাঁর শরীরে করোনার উপসর্গ রয়েছে। যদিও অন্য একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, ব্রেন্ডনের পেটের সমস্যা রয়েছে। পেটব্যথা, বমিভাব আছে। শরীরে ব়্যাশ বেরিয়েছে। তবে দীপক ও মনবীরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। কিন্তু দুর্বলতা রয়েছে।

এমন পরিস্থিতিতে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো প্রত্যেক ফুটবলারকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande