সোশ্যাল মিডিয়া সম্পর্কিত এক লক্ষ ছোটখাটো মামলা প্রত্যাহার করবে অসম সরকার : মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ১৫ আগস্ট (হি.স.) : সোশ্যাল মিডিয়া সম্পর্কিত এক লক্ষ ছোটখাটো মামলা প্রত্যাহার করবে অসম সরক
CM Himanta Biswa Sarma on withdraw 1 lakh minor cases


গুয়াহাটি, ১৫ আগস্ট (হি.স.) : সোশ্যাল মিডিয়া সম্পর্কিত এক লক্ষ ছোটখাটো মামলা প্রত্যাহার করবে অসম সরকার, বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ খানাপাড়া ময়দানে ৭৬-তম স্বাধীনতা দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্ৰীর ঘোষণা, সরকার নিম্ন আদালতের ওপর থেকে বোঝা কমাতে সোশ্যাল মিডিয়া পোস্ট সহ এক লক্ষ ছোটখাটো মামলা প্রত্যাহার করবে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার হালকা প্রকৃতির সমস্ত মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বিচার বিভাগের কাছে একটি পিটিশন দায়ের করবে। এগুলি যেমন ফেসবুক বা টুইটারে আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ যা চলতি বছরের ১৪ আগস্টের মধ্যরাত পর্যন্ত রেজিস্টার্ড হয়েছিল৷ এতে নিম্ন আদালতের বোঝা কমে যাবে৷ ড. শর্মা বলেন, নিম্ন আদালতে প্রায় ৪.৫ লক্ষ মামলা বিচারাধীন রয়েছে। এক লক্ষ মামলা প্রত্যাহার করে নিলে বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করবে বলে আশা করেন তিনি। এগুলি প্রত্যাহৃত হয়ে গেলে গুরুতর প্রকৃতির মামলাগুলিতে মনোনিবেশ করতে করতে সক্ষম হবে বিচার বিভাগ, বলেন মুখ্যমন্ত্রী।

অতি সম্প্রতি, গত ২১ জুলাই গুয়াহাটি উচ্চ আদালত ১৯ বছর বয়সি এক ছাত্রকে জামিন দিয়েছে। ওই ছাত্রকে রাজ্যের গোলাঘাট থেকে দুমাস আগে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে একটি ‘দেশবিরোধী কবিতা’ শেয়ার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও, উগ্রপন্থী আলফা-স্বাধীনকে সমর্থন করে ফেসবুক পোস্টের জন্য অসমের এক উশু প্লেয়ারকে গ্রেফতার করার পর কারাগারে পাঠানো হয়েছিল ছিলেন, তাকে গত ৫ আগস্ট জামিন দিয়েছে আদালত।

মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকা সহ রাজ্যে প্রথমবারের মতো স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিটি বাড়িতে তেরঙ্গা উড়েছে। আলফা-স্বাধীন এবং এনএসসিএন আহূত যৌথ বনধ সত্ত্বেও গুয়াহাটি আজ বিশাল যানজটের সাক্ষী হয়েছে। তবে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস উদযাপনের সময় মানুষ সাধারণত তাঁদের বাড়িতে থাকতেই পছন্দ করেন। ৯০-এর দশকের পরিস্থিতি এখন আর নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতা এবং প্রজাতন্ত্র দিবস উদযাপন করেন, বলেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ


 rajesh pande