উল্টো পতাকা তুলে বিতর্কে বাঁকুড়ার জেলাশাসক
বাঁকুড়া, ১৫ আগস্ট (হি. স.) উল্টো পতাকা উত্তোলন করে বিতর্কে জেলাশাসক। আজ সকালে বাঁকুড়া জেলা সংশোধনা
উল্টো পতাকা তুলে বিতর্কে বাঁকুড়ার জেলাশাসক


বাঁকুড়া, ১৫ আগস্ট (হি. স.) উল্টো পতাকা উত্তোলন করে বিতর্কে জেলাশাসক। আজ সকালে বাঁকুড়া জেলা সংশোধনাগারে পতাকা উত্তোলন করেন জেলাশাসক কে রাধিকা আয়ার।দেখা যায় ঐ সময় পতাকা উল্টো দিকে রয়েছে। সে দিকে নজর পড়লেও ঠিক না করেই যথারীতি জাতীয় সঙ্গীত, কারারক্ষীদের অভিবাদন পর্ব চলে।তারপর জেলাশাসক স্হান ত্যাগ করলে তড়িঘড়ি পতাকা নামিয়ে ফের সোজা করে পতাকা উত্তোলন করা হয়।এদিকে উল্টো দিকে পতাকা তোলার খবর চাউর হয়ে যায়।

এই ঘটনার পরেই জেলা প্রশাসন ভবনের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন এর নির্ধারিত সময়ের আগেই জেলাশাসক পতাকা উত্তোলন করেন।নির্ধিরিত সময় সকাল ৯ টা থাকলেও তার কিছু পূর্বেই পতাকা উত্তোলন করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় আমন্ত্রিত অতিথি এবং সাংবাদিক রা ক্ষোভ প্রকাশ করেন।

তবে এব্যপারে জেলাশাসক বা জেল সুপারের কোনও বক্তব্য মেলে নি।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ


 rajesh pande