ভারতের স্বাধীনতা দিবসে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রী
ওয়াশিংটন, ১৫ আগস্ট ( হি.স.) : ৭৬তম স্বাধীনতা দিবসে ভারতকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও
মার্কিন প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রী


ওয়াশিংটন, ১৫ আগস্ট ( হি.স.) : ৭৬তম স্বাধীনতা দিবসে ভারতকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ভারতের মতো আমেরিকাও গান্ধীর দেখানো পথ অনুসরণ করছে। মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ভারতের সঙ্গে আমেরিকার অংশীদারিত্ব জলবায়ু থেকে বাণিজ্য পর্যন্ত প্রাণবন্ত।

ভারতকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ভারতীয়-আমেরিকান সম্প্রদায় আমেরিকাকে আরও অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী জাতিতে পরিণত করেছে। ভারতীয়-আমেরিকান সহ সারা বিশ্বের লোকেরা ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার গণতান্ত্রিক যাত্রাকে সম্মান জানাতে ভারতের জনগণের সঙ্গে যোগ দিয়েছে। তিনি আরও বলেন, মহাত্মা গান্ধীর সত্য ও অহিংসার পথে আমেরিকা ভারতের জনগণের সঙ্গে হাঁটছে। আগামী বছরগুলোতে দুই দেশ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করে যাবে।

মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও ৭৬তম স্বাধীনতা দিবসে ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ৭৫বছরের কূটনৈতিক সম্পর্ককে ফলপ্রসূ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আমাদের কৌশলগত অংশীদারিত্ব জলবায়ু থেকে বাণিজ্য পর্যন্ত প্রাণবন্ত। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে দুটি মহান গণতন্ত্র হিসেবে আমাদের অংশীদারিত্ব উভয় দেশের জনগণের নিরাপত্তা ও সমৃদ্ধি এবং বৈশ্বিক কল্যাণে অবদান রাখবে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande