গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতিকে সঙ্গে নিয়ে 'বিদ্যারথ' প্ৰকল্পের শুভারম্ভ মুখ্যমন্ত্ৰীর
গুয়াহাটি, ১৫ আগস্ট (হি.স.) : আজ সোমবার ‘বিদ্যারথ’ প্ৰকল্পের শুভারম্ভ করেছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবি
1_Vidyarath project inaugurated by the CM and CJGH2_Vidyarath project inaugurated by the CM and CJGH


1_Vidyarath project inaugurated by the CM and CJGH2_Vidyarath project inaugurated by the CM and CJGH


গুয়াহাটি, ১৫ আগস্ট (হি.স.) : আজ সোমবার ‘বিদ্যারথ’ প্ৰকল্পের শুভারম্ভ করেছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। আর্থিকভাবে অনগ্ৰসর পরিবারের শিশুদের প্ৰাথমিক শিক্ষা প্ৰদানের উদ্দেশ্যে ‘বিদ্যারথ’ শীৰ্ষক প্ৰকল্পের শুভারম্ভ করেছেন মুখ্যমন্ত্ৰী।

গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি জাস্টিস রাশমিন মানহারভাই ছায়া, জাস্টিস নংমেইকাপাম কোটিশ্বর সিংহ ও জাস্টিস সুমন শ্যাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে আসাম স্টেট লিগাল সাৰ্ভিস অথরিটি এবং গুয়াহাটি হাইকোৰ্ট লিগাল সাৰ্ভিস কমিটির উদ্যোগে রাজ্য সরকারের এই প্ৰকল্পের শুভারম্ভ করেছেন মুখ্যমন্ত্ৰী।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আজ এই প্রকল্পের শুভারম্ভ করে আনন্দ অনুভব করছেন। তিনি বলেন, স্বাধীনতা দিবস উদযাপনের মুহূৰ্তে এ ধরনের এক গুরুত্বপূৰ্ণ প্রকল্পের শুভারম্ভ করা গৌরবের বিষয়। প্ৰকল্পটি এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের শিক্ষা দান করে দেশের ভবিষ্যত গড়ায় অবদান যোগাবে বলেও মুখ্যমন্ত্ৰী আশা প্ৰকাশ করেছেন।

এ ধরনের এক গুরুত্বপূৰ্ণ প্ৰকল্প চালু করার ক্ষেত্ৰে গৃহীত ভূমিকার জন্য গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি জাস্টিস রাশমিন মানহারভাই ছায়াকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি প্ৰকল্পের সফল রূপায়ণের ক্ষেত্ৰে গুয়াহাটি উচ্চ আদালতে প্ৰয়োজনীয় সব ধরনের সহায়-সহযোগিতা সরকার প্রদান করবে বলে আশ্বাস প্রদান করেছেন মুখ্যমন্ত্ৰী ড. শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ


 rajesh pande