গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৭০ জন
কলকাতা, ১৫ আগস্ট (হি. স.): রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর । রাজ্য জুড়ে অনেকটাই কমল করোনা আক্রান্তের স
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৭০ জন


কলকাতা, ১৫ আগস্ট (হি. স.): রাজ্যবাসীর জন্য স্বস্তির খবর । রাজ্য জুড়ে অনেকটাই কমল করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২৭০ জন । সোমবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।

স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭০ জন ।দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। সেখানে ৮০ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। ৭৯ জন সংক্রমিত হওয়ায় দ্বিতীয় স্থানে কলকাতা। আগেরদিনের তুলনায় অনেকটাই কমেছে ওই জেলার সংক্রমণ। দৈনিক আক্রান্তের নিরিখে তারপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১৯ জন। হুগলি ও বীরভূমে সংক্রমিত যথাক্রমে ১৭ ও ১৫ জন করে। নদিয়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ দিনাজপুর-সহ বেশ কিছু জেলায় দৈনিক সংক্রমণ ১০ এর নিচে। বাঁকুড়া, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুরে সংক্রমিতের সংখ্যা শূন্য। পজিটিভিটি রেট ৪.২৯ শতাংশ। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২১,০২,৭৫৭ ।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর নেই । যার জেরে মোট মৃতের সংখ্যা ২১,৪২২ । একদিনে সুস্থ হয়ে উঠেছে ৬৫৮ । ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২০,৭৬,০৩৬ । ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৭৩ শতাংশ । একদিনে করোনা পরীক্ষা হয়েছে ০৬,২৯৪ । যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,১৪৫, ৯৪৯ ।

হিন্দুস্থান সমাচার/ পায়েল


 rajesh pande