ফের কোনও ওজনদার নেতা গ্রেফতার হলে তৃণমূল কোমায় চলে যাবে, মনে করেন দিলীপ ঘোষ
মেদিনীপুর, ১৫ আগস্ট (হি.স.): ঘাসফুল শিবিরের কোনও ওজনদার নেতা ফের গ্রেফতার হলে তৃণমূল কোমায় চলে যা
ফের কোনও ওজনদার নেতা গ্রেফতার হলে তৃণমূল কোমায় চলে যাবে, মনে করেন দিলীপ ঘোষ


মেদিনীপুর, ১৫ আগস্ট (হি.স.): ঘাসফুল শিবিরের কোনও ওজনদার নেতা ফের গ্রেফতার হলে তৃণমূল কোমায় চলে যাবে । এমনটাই মনে করেন বিজেপির বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ৷ সোমবার মেদিনীপুরে তিনি বলেন, ‘ভাইপো বলছেন স্বচ্ছ ভাবমূর্তি দরকার৷ পিসি বলছেন, কেষ্ট ছাড়া চলবে না৷ অধীরবাবু ঠিকই বলেছেন৷ এ টিম বি টিমের লড়াই চলছে৷’

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে জেলে পার্থ চট্টোপাধ্যায়৷ আর গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল৷ পরপর দুই নেতার গ্রেফতারের ধাক্কা কাটিয়ে দলনেত্রীর নির্দেশে গত দু’দিন সিবিআই ও ইডির বিরুদ্ধে নিরপেক্ষতা বজায় রাখার দাবিতে পথে নামে তৃণমূল৷ তারপর রবিবার অনুব্রত মণ্ডলকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত সপ্তাহে সিবিআই যেভাবে অনুব্রত মণ্ডলকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল নেত্রী৷ প্রশ্ন তোলেন, ‘কেন গ্রেফতার করা হল কেষ্টকে? কী করেছে ও?’ তাঁর আশঙ্কা, এবার ববি, অরূপ বিশ্বাস এবং অভিষেককে গ্রেফতার করবে কেন্দ্রীয় এজেন্সি৷

ঘাসফুল শিবিরের কোনও ওজনদার নেতা ফের গ্রেফতার হলে তৃণমূল কোমায় চলে যাবে বলে আগাম জানিয়ে রাখলেন দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘মাত্র দুটো স্ট্রোক হয়েছে৷ প্রথম স্ট্রোক পার্থ৷ দ্বিতীয় স্ট্রোক কেষ্ট৷ তৃতীয় স্ট্রোক হলে দল কোমায় চলে যাবে৷’ এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে একাধিক কর্মসূচিতে যোগ দিতে মেদিনীপুর হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ৷ সেখানে তিনি জানান, তৃণমূল নেতারা এখন উত্তেজিত হয়ে অনেক কিছু করবেন৷ মারবেন, পেটাবেন বলছেন৷ তাঁদের মনে করিয়ে দেন, তৃণমূলের উপর মানুষ ক্ষেপে রয়েছে৷ কেষ্টকে রাস্তায় দেখে মানুষ যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছে সেটা তৃণমূল নেতাদের মনে রাখা দরকার৷ নইলে খালি পায়ে জামা-কাপড় ছাড়া দৌড়তে হতে পারে৷-হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande