প্রখ্যাত অভিনেতা মিথিলেশ চতুর্বেদীর জীবনাবসান, হৃদরোগই কেড়ে নিল প্রাণ
লখনউ, ৪ আগস্ট (হি.স.): প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। ৩ আগস্ট, বুধবার লখনউতে শেষ নিঃশ
 মিথিলেশ চতুর্বেদীর জীবনাবসান


লখনউ, ৪ আগস্ট (হি.স.): প্রয়াত হলেন প্রবীণ অভিনেতা মিথিলেশ চতুর্বেদী। ৩ আগস্ট, বুধবার লখনউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। জানা গিয়েছে, হৃদরোগের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অভিনেতা। লখনউতেই তাঁর চিকিৎসা চলছিল। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নিজের শহর লখনউতে ফিরে যান অভিনেতা এবং সেখানেই প্রয়োজনীয় চিকিৎসা চলছিল, তবুও শেষরক্ষা হল না। বুধবার প্রয়াত হন অভিনেতা।

বলিউডের জনপ্রিয় চরিত্রাভিনেতা কাজ করেছেন অজস্র ছবিতে। ‘গদর এক প্রেম কথা’, ‘কোই মিল গায়া’,'ফটা পোস্টার নিকলা হিরো', ‘রেডি’-সমতে বহু ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য দর্শক মনে রেখেছে তাঁকে। রঙ্গমঞ্চের এই অভিনেতা রুপোলি পর্দায় কাজ করলেও নিয়মিত থিয়েটারের সঙ্গেও যুক্ত ছিলেন। টেলিভিশনের পর্দাতেও নিয়মিত কাজ করেছেন একটা সময়। ‘পাটেয়ালা বেবস’-এ তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ‘স্ক্যাম ১৯৯২’-তে রাম জেঠমালানির চরিত্রে দর্শক দেখেছে তাঁকে। অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’ ছবিতেই শেষবার ধরা দিয়েছেন এই অভিনেতা।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande