অনুব্রতর দেহরক্ষী সায়গলের ফের ১৪ দিনের জেল হেফাজত
কলকাতা, ৫ আগস্ট ( হি.স.) : গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে ১৪ দিনের
অনুব্রতর দেহরক্ষী সায়গলের ফের ১৪ দিনের জেল হেফাজত


কলকাতা, ৫ আগস্ট ( হি.স.) : গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। এদিন সায়গলকে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে তাকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক রাজেশ চক্রবর্ত্তী। অবশেষে দুই পক্ষের আইনজীবির শুনানি শোনার পর আগামী ১৮ আগস্ট পরবর্তী শুনানির নির্দেশ দেয়।

পাশাপাশি, যেহেতু সায়গলের ৬০ দিন জেল হেফাজত হওয়ার কারণে বিচারক আগামী ৮ আগস্ট জামিনের শুনানির দিন ধার্য করেন। কিন্তু যদি সিবিআই আদালতে এই কেসের চার্জশিট জমা না দেয় তবেই ৮ আগস্ট শুনানি হবে। অন্যদিকে, আগামী সোমবারই অর্থাৎ ৮ আগস্ট সিজিও কমপ্লেক্সে অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে ফের তলব করেছে সিবিআই। ওইদিন সকাল ১১টায় নিজাম প্য়ালেসে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয় / কাকলি


 rajesh pande