স্বাধীনতার অমৃত মহোৎসব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : অমিত শাহ
নয়াদিল্লি, ৫ আগস্ট ( হি.স.) : স্বাধীনতার অমৃত মহোৎসব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত যখন পরবর্
স্বাধীনতার অমৃত মহোৎসব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : অমিত শাহ


নয়াদিল্লি, ৫ আগস্ট ( হি.স.) : স্বাধীনতার অমৃত মহোৎসব জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত যখন পরবর্তী পদক্ষেপ নেবে, ভারতকে মহান হতে কেউ বাধা দেবে না। শুক্রবার নয়াদিল্লিতে দূরদর্শনের মেগা ঐতিহাসিক হিন্দি সিরিয়াল 'স্বরাজ - দ্য হোল স্টোরি অফ ইন্ডিয়া'স ফ্রিডম স্ট্র্যাগল' উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ কথা বলেন।

তিনি বলেন, বৃটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করতে বহু পরিচিত-অপরিচিত মানুষ জীবন দিয়েছেন। সেই অজ্ঞাতনামা স্বাধীনতা সংগ্রামীদের উপর নির্মিত স্বরাজ সিরিয়াল হাজার হাজার মানুষ যুবকদের উৎসাহিত করবে। এই পর্বে স্বরাজ সিরিয়ালের ৭৫টি পর্বে তৈরি করার জন্য একটি সাহসী পদক্ষেপ।

স্বরাজের মূল উদ্দেশ্য হল প্রতিটি সাধারণ মানুষের থেকে হীনমন্যতা উপড়ে ফেলার কাজটি সমস্ত ভারতীয় ভাষায় দেখানো।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, স্বরাজ সিরিয়াল স্বাধীনতা সংগ্রামের সময় স্বরাজের ধারণাকে প্রতিফলিত করে। এই গল্পটি বীরত্বের গল্পকে বাস্তবের মাধ্যমে উপস্থাপন করা। দূরদর্শন স্বরাজ ভারতের স্বাধীনতা সংগ্রামের সামগ্রিক কাহিনীর ৭৫টি পর্ব দেখাবে।

প্রসঙ্গত, সিরিজটি ১৪ আগস্ট রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত ইংরেজির পাশাপাশি নয়টি ভারতীয় ভাষায় দূরদর্শনে সম্প্রচারিত হবে। এই সিরিয়ালটি অল ইন্ডিয়া রেডিওতেও প্রচার হবে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয় / কাকলি


 rajesh pande