কমনওেলথ গেমস : ব্যাডমিন্টনেও দাপট দেখাচ্ছে ভারত
বার্মিংহ্যাম, ৫ আগস্ট (হি. স.) : কমনওেলথ গেমসে ব্যাডমিন্টনেও দাপট দেখাচ্ছে ভারতীয় দল। মিক্সড দলের ফা
কমনওেলথ গেমস : ব্যাডমিন্টনেও দাপট দেখাচ্ছে ভারত


বার্মিংহ্যাম, ৫ আগস্ট (হি. স.) : কমনওেলথ গেমসে ব্যাডমিন্টনেও দাপট দেখাচ্ছে ভারতীয় দল। মিক্সড দলের ফাইনালে সোনা হাতছাড়া হয়েছিল। তবে পিভি সিন্ধুর পাশাপাশি, লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, আকর্ষি কাশ্যপরা প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেললেন। শুক্রবার মিক্সড ডাবলস ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে নেমেছিল মণিকা বাত্রা -সাথিয়ান জ্ঞানসেকরন এবং শরথ কমল-শ্রীজা অকুলার দুই ভারতীয় দল। দুই দলই নিজেদের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করল।

মণিকা-সাথিয়ান জুটি নাইজিরিয়া ওলিজাইড ওমোটায়ো-আজোকে ওজুমু জুটিকে পরাস্ত করে। স্ট্রেট গেমে নিজেদের দাপট বজায় রেখে মণিকারা জেতেন ১১-৭, ১১-৬, ১১-৭ স্কোরলাইনে। প্রথম কোয়ার্টার ফাইনালে মণিকা ও সাথিয়ানের জুটি খেলতে নামবে মালয়েশিয়ার জাভেন চুং ও ক্যারেন লাইনের জুটির বিরুদ্ধে।

শরথ ও অঙ্কুলা জুটি অবশ্য মণিকাদের মতো এতো দাপুটে মেজাজে নিজেদের ম্য়াচ জেতেননি। শরথরা নিজেদের ম্যাচে পিছিয়েই পড়েছিলেন। প্রথম গেমেই তাদের ৫-১১ স্কোরে হারতে হয়। তবে পরের তিন গেমে নিজেদের দাপট দেখিয়ে প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচ জিতে নেন শরথরা। পরের তিন গেমের স্কোর যথাক্রমে ১১-২, ১১-৬, ১১-৫। প্রতিপক্ষকে একবার চাপে ফেলার পর কিন্তু শরথরা আর পিছু হটেননি। সেমিফাইনালে শরথ ও শ্রীজা জুটি ইংল্যান্ডেরই টিন-টিন হো ও লিয়াম পিচফোর্ডের মুখোমুখি হবেন।

সিঙ্গেলসেও দারুণ পারফরম্যান্স করলেন মণিকা। ভারতের তারকা টেবিল টেনিস খেলোয়াড় তিনটি ম্যাচ খেলবেন এ দিন। প্রথম ম্য়াচে ডাবলসে তো জয় পেয়েছিলেন। এরপর সিঙ্গলসে নেমেও কোয়ার্টারে পৌঁছে গেলেন মণিকা ও শ্রীজা। মণিকা ১১-৪, ১১-৮, ১১-৬ ও ১২-১০ স্কোরলাইনে নিজের ম্যাচ জেতেন। -হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande