অসমের প্রথম মুখ্যমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে করিমগঞ্জের দুই কর্মচারীকে 'লোকসেবা পুরস্কার'
করিমগঞ্জ (অসম), ৫ আগস্ট (হি.স.) : সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জে‌ও অসমের প্রথম মুখ্যমন্ত্রী লোকপ্রিয়
Asit Dutta receiving Lok Seva Award


করিমগঞ্জ (অসম), ৫ আগস্ট (হি.স.) : সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জে‌ও অসমের প্রথম মুখ্যমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রাজ্য সরকার কর্তৃক ঘোষিত এ বছর থেকে প্রথমবারের জন্য প্ৰচলিত নন-গ্যাজেটেড তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সততা, নিষ্ঠা ও অনবদ্য কাজের অবদানের জন্য লোকসেবা পুরস্কার প্রদান করা হয়। এতে করিমগঞ্জে লোকসেবা পুরস্কার জেলাশাসক কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিরন্ময় রায় ও স্কুলসমূহের পরিদর্শক কার্যালয়ের স্ট্যাটিস্টিকাল অ্যাসিস্ট্যান্ট অসিত দত্তকে প্রদান করা হয়।

এ উপলক্ষে আজ শুক্রবার সকাল সাড়ে ১১-টায় করিমগঞ্জের রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের সভাকক্ষে জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। প্ৰদত্ত বক্তব্যে জেলাশাসক জানান, রাজ্য সরকার ঘোষিত লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে লোককল্যাণ দিবস পালনের সঙ্গে সংগতি রেখে রাজ্যের প্রতিটি জেলা এবং রাজ্য স্তরে লোকসেবা পুরস্কার প্রদান করা হচ্ছে।

তিনি জানান, নন-গ্যাজেটেড তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী যাঁরা তাঁদের কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠা সহকারে অনবদ্য অবদান রেখেছেন তাঁদেরকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে রাজ্যের সব কয়টি জেলায় ৮৯ জনকে এবং রাজ্য স্তরে ১০ জনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পুরস্কারস্বরূপ নগদ অর্থ হিসেবে ২৫ হাজার টাকা এবং চাকরির অবসরের সীমা এক বছর বাড়ানো হয়েছে।

অনুষ্ঠানে লোকপ্রিয় গোপীনাথ বরদলৈর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন করিমগঞ্জ কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর মনোলিনা নন্দি। সভায় অসম রাজ্য পরিবহণ নিগমের অধ্যক্ষ মিশনরঞ্জন দাস গোপীনাথ বরদলৈর কর্মকালে অসম নতুন রূপ পেতে শুরু করেছে বলে উল্লেখ করে তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি রাজ্য সরকারে লোকসেবা পুরস্কার প্রদান শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এই পুরস্কার প্রদানের মাধ্যমে সততা ও নিষ্ঠার সাথে কৰ্তব্য সম্পাদনকারী কর্মীদের তাঁদের কাজের সঠিক মর্যাদা প্রদান এবং উৎসাহ বৃদ্ধি পাবে।

সভায় লোকসেবা পুরস্কারপ্রাপ্ত অসিত দত্ত বক্তব্য পেশ করতে গিয়ে এই পুরস্কার প্রদানের জন্য রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। আরেক পুরস্কারপ্রাপ্ত হিরণ্ময় রায় তাঁর অসুস্থতার জন্য উন্নত চিকিৎসার জন্য জেলার বাইরে থাকায় তাঁর সহধর্মিনী এই পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জের এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, এডিসি জেমস আইন্ড ও রিন্টু বড়ো, অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিক্রম চাষা, দীনদয়াল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জয়শ্রী চক্রবর্তী, জেলাশাসক কার্যালয়ের কর্মচারীগণ। অনুষ্ঠান পরিচালনা করেন করিমগঞ্জের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বহ্নিকা চেতিয়া।

হিন্দুস্থান সমাচার / জন্মজিৎ / সমীপ


 rajesh pande