শিলচরে পেনশন সেবা কেন্দ্রের উদ্বোধন মন্ত্রী অশোক সিংঘলের
শিলচর (অসম), ৫ আগস্ট (হি.স.) : শিলচরে পেনশন সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী অশোক সিংঘল। রাজ্যের
Minister Ashok Singhal inaugurated the Pension Service Center at Silchar


শিলচর (অসম), ৫ আগস্ট (হি.স.) : শিলচরে পেনশন সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী অশোক সিংঘল। রাজ্যের আবাসন, নগর ও সেচ দফতর তথা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংঘল আজ শুক্রবার ডিআই অফিস চত্বরে পেনশন সেবা কেন্দ্রের কার্যালয়ের ফিতা কেটে এর আনুষ্ঠানিক সূচনা করেছেন।

এখন থেকে চাকরি জীবন থেকে অবসর গ্রহণের পর পেনশনের টাকা ও আনুষঙ্গিক সুবিধা পেতে গুয়াহাটিতে দৌড়ঝাঁপ করতে হবে না। অনলাইন প্রক্রিয়ায় শিলচর পেনশন সেবা কেন্দ্রে যাবতীয় রেকর্ডপত্র দাখিল করে মাত্র পাঁচদিনের মধ্যে নিজের ন্যায্য পেনশন পেতে সক্ষম হবেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পেনশনভোগীদের কষ্ট লাঘবের জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকার, জানান মন্ত্রী সিংঘল।

উল্লেখ্য, ২৯ জুলাই রাজ্যের বাকি জেলায়ও চালু হয়েছে পেনশন সেবা কেন্দ্র। সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারিরা পেনশনের আবেদন অত্যন্ত সহজভাবে অনলাইনে করতে পারবেন। এতে কোনও খরচের প্রয়োজন হবে না। অনুষ্ঠানের শুরুতে অসমের জাতীয় সংগীত ‘ও মোর আপোনার দেশ...’ পরিবেশন করেন দেশভক্ত তরুণরাম ফুকন বিদ্যালয়ের শিক্ষিকারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, ডিআইজি (সাউদাৰ্ন রেঞ্জ) কঙ্কনজ্যোতি শইকিয়া, পুলিশ সুপার রমণদীপ কৌর, শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী, ডিডিসি রাজীব রায়, বিজেপির জেলা সভাপতি বিমলাংশু রায়, বিজেপি নেতা কণাদ পুরকায়স্থ সহ অন্যান্য আধিকারিকরা।

কাছাড় জেলায় পেনশন সেবা কেন্দ্র পরিচালনার জন্য নিযুক্তি পেয়েছেন কালাইনের অরূপ দাস, করিমগঞ্জে প্রসূন দাস এবং হাইলাকান্দি সেবা কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন কুদল সিনহা।

হিন্দুস্থান সমাচার / বিশু / সমীপ


 rajesh pande