মূল্যবৃদ্ধি, জিএসটি ইত্যাদি নানা বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করিমগঞ্জেও আন্দোলন জেলা কংগ্রেসের
করিমগঞ্জ (অসম), ৫ আগস্ট (হি.স.) : প্রদেশ কংগ্রেসের নির্দেশে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী দলীয়
1_Movement of Dist Cong in Karimganj also against the central government2_District Congress leaders are handing over the memorandum to the DM


1_Movement of Dist Cong in Karimganj also against the central government2_District Congress leaders are handing over the memorandum to the DM


করিমগঞ্জ (অসম), ৫ আগস্ট (হি.স.) : প্রদেশ কংগ্রেসের নির্দেশে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী দলীয় কার্যকর্তা ও কর্মী সমর্থকদের নিয়ে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ মূল্যবৃদ্ধি, বেকারত্ব সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন করিমগঞ্জে। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মুখস্থ ধরনা শেডে কংগ্রেসিরা তুমূল বিক্ষোভ প্রদর্শন করেন।

সরকারের ভুল নীতির কারণে অর্থনীতি তলানিতে এসে ঠেকেছে। ডলারের তুলনায় টাকার মান সর্বকালীন রেকর্ড সৃষ্টি করে নীচে নেমে গিয়েছে। লাগামহীন মূল্যবৃদ্ধির দরুন সাধারণ জনগণের ডাল ভাত খেয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। কিন্তু ‘স্বৈরাচারী’ কেন্দ্রীয় সরকারের দেশের জনগণের দুর্দশার প্রতি সামান্যতম সহানুভূতি নেই। এমন সব অভিযোগ এনে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে অফিসপাড়া সরগরম করে তুলেন কংগ্রেসিরা।

এ ব্যাপারে রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখির উদ্দেশ্যে এক স্মারকপত্র‌ও প্রেরণ করা হয় জেলা কংগ্রেসের পক্ষ থেকে। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলাশাসক মৃদুল যাদবের হাতে স্মারকপত্রটি তুলে দেয়। জেলাশাসকের কার্যালয় থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, জিএসটি, অগ্নিপথের বিরুদ্ধেই তাঁদের এই প্রতিবাদ। লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে দেশের সর্বস্তরের জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এমতাবস্থায় জনগণের সমস্যার বিষয় উত্থাপন করা কংগ্রেস দলের দায়িত্ব ও কর্তব্য। কিন্তু কংগ্রেস সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলো সরকারের ব্যর্থতার বিরুদ্ধে কথা বললেই, কেন্দ্রীয় সরকার ইডি, সিবিআইর ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করে বলে অভিযোগ তুলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। বলেন, নিখিল ভারত কংগ্রেস কমিটির সভানেত্রী সোনিয়া গান্ধী ও দলীয় নেতা রাহুল গান্ধী সরকারের ব্যর্থতা নিয়ে সরব হতেই কণ্ঠ রোধ করতে তাঁদের পিছনে ইডি লেলিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেস এ সব ইডি, সিবিআইকে ভয় পায় না। দেশের সাধারণ জনগণের স্বার্থে কথা বলতে কংগ্রেসকে কোনও কিছুর ভয় দেখিয়ে দমানো যাবে না। ‘স্বৈরাচারী’ কেন্দ্রীয় সরকারের পতন অনিবার্য।

এদিনের প্রতিবাদী কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির অন্যতম উপ-সভাপতি তাপস পুরকায়স্থ, জেলা কংগ্রেসের উপ-সভাপতি আবুল কালাম তাপাদার, জেলা কংগ্রেসের মিডিয়া সেলের চেয়ারম্যান শুভঙ্কর দাস, নবেন্দু শর্মা পুরকায়স্থ, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী সঙ্ঘমিত্রা দাস, রিনা চক্রবর্তী, ছাত্র সংগঠন এন‌এস‌ইউআইর আইটি সেলের চেয়ারম্যান শুভজিৎ চক্রবর্তী, সন্দিপ নন্দী, মহিদুল ইসলাম, আশুক উদ্দিন প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / জন্মজিৎ / সমীপ


 rajesh pande