রাম মন্দির নির্মাণের ৩০ শতাংশ কাজ শেষ, ২০২৪ সালে গর্ভগৃহে বসবেন রামলালা
অযোধ্যা, ৫ আগস্ট ( হি.স.) : রামনগরীতে শ্রীরাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দুই বছর পূর
 ২০২৪ সালে গর্ভগৃহে বসবেন রামলালা


অযোধ্যা, ৫ আগস্ট ( হি.স.) : রামনগরীতে শ্রীরাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দুই বছর পূর্ণ হয়েছে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট দ্বারা আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫ আগস্ট, ২০২০-এ শ্রীরাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ট্রাস্টের সদস্য ডাঃ অনিল মিশ্র জানান, মন্দির নির্মাণের ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৪ সালে রামলালা নতুন গর্ভগৃহে উপবিষ্ট হবেন এবং রাম ভক্তরা দর্শন পেতে শুরু করবেন।

শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট শুক্রবার সাংবাদিকদের ডেকে ছবি ও ভিডিও তৈরি করে। মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা ও আচারের আয়োজন করা হয়।

ট্রাস্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাম মন্দিরের মঞ্চের কাজ প্রায় শেষ। গর্ভগৃহে ভাস্কর্যযুক্ত পাথর স্থাপন করা হচ্ছে। গর্ভগৃহের প্রদক্ষিণ পথে ২৫০টি পাথর স্থাপন করা হয়েছে। নির্মাণস্থলের তিন দিকে ছয় মিটার উঁচু রিটেইনিং ওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয় / কাকলি


 rajesh pande