বিহারে বিষমদ কাণ্ডে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু
পটনা, ৫ আগস্ট ( হি.স.) : বিহারের সারণ জেলায় বিষমদ কাণ্ডে এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে বলে জ
বিহারে বিষমদ কাণ্ডে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু


পটনা, ৫ আগস্ট ( হি.স.) : বিহারের সারণ জেলায় বিষমদ কাণ্ডে এ পর্যন্ত মোট ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে পটনার পিএমসিএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাতজন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বিষমদ পান করে অনেকেই চাপড়া সদর হাসপাতালে এখনও ভর্তি রয়েছেন।

সারান জেলা ম্যাজিস্ট্রেট বলেন, আজ সকালে দুই রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পিএমসিএইচে রেফার করা হয়েছে। তদন্ত বলা হয়েছে, অসুস্থ ব্যক্তিদের শরীরে মিথানল বিষের উপস্থিতির তথ্য পাওয়া গেছে।

এই ঘটনায় ছাপরা-রেওয়া-মুজাফফরপুর এনএইচে, মেকার থানা এলাকার সোনহো চকের কাছে ভাথা গ্রামের নির্যাতিতা পরিবারের মহিলারা রাস্তা অবরোধ করে। বিক্ষোভের খবর পেয়ে স্থানীয় পুলিশ ছাড়াও সদরের এসডিও অরুণ কুমার সিং, এসডব্লিউপিও এমপি সিং ঘটনাস্থলে পৌঁছে যানজট মুক্ত করেন। এখনও পর্যন্ত প্রায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয় / কাকলি


 rajesh pande