নবম-দশমে কত ভুয়ো নিয়োগ, হাইকোর্টের প্রশ্নের পরেই ত্রিপাক্ষিক বৈঠক
কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : বেআইনিভাবে কতজনকে নিয়োগ করা হয়েছে, তা খুঁজে বের করতে বৃহস্পতিবারই ব
নবম-দশমে কত ভুয়ো নিয়োগ, হাইকোর্টের প্রশ্নের পরেই ত্রিপাক্ষিক বৈঠক


কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি. স.) : বেআইনিভাবে কতজনকে নিয়োগ করা হয়েছে, তা খুঁজে বের করতে বৃহস্পতিবারই বৈঠকে বসল স্কুল সার্ভিস কমিশন।

এ দিন বিকেল ৫ টায় ত্রিপাক্ষিক বৈঠকে বসবে কমিশন। বুধবারই নবম ও দশমের নিয়োগ মামলায় ভুয়ো নিয়োগ খুঁজে তালিকা তৈরি করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর নির্দেশ, দ্রুত যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে।

স্কুল সার্ভিস কমিশনের দফতরেই হয় সেই বৈঠক। ছিলেন কমিশনের আইনজীবী, মামলাকারীদের আইনজীবী ও মধ্যশিক্ষা পর্ষদের সদস্যরা। আগামী ২৮ সেপ্টেম্বর সেই রিপোর্ট পেশ করতে হবে আদালতে। চলতি সপ্তাহের মধ্যেই বৈঠক করার নির্দেশ দিয়েছিল আদালত। তালিকায় যাঁদের নাম থাকবে তাঁদের চাকরি আগামী সপ্তাহেই বাতিল করা হবে বলে জানিয়েছে আদালত। আর ওই শূন্যপদে মেধাতালিকায় থাকা যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

এই বৈঠকে মূলত মেধাতালিকা ও ওয়েটিং লিস্ট খতিয়ে দেখা হয়। আরটিআই করে অপেক্ষা তালিকায় নাম থাকা অনেক প্রার্থী জানতে পেরেছেন, যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের প্রাপ্ত নম্বর এই তালিকায় থাকা প্রার্থীদের তুলনায় কম। তাই এ দিন দুই তালিকা খতিয়ে দেখেন আইনজীবী ও আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande