টিকিট বিক্রি নিয়ে কালোবাজারের অভিযোগ, আগামীকাল জবাব দেবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন
হায়দরাবাদ, ২২ সেপ্টেম্বর (হি.স.) : হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে (এইচসিএ) সবসময়ই কিছু না কিছু ব
টিকিট বিক্রি নিয়ে কালোবাজারের অভিযোগ, আগামীকাল জবাব দেবে হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন


হায়দরাবাদ, ২২ সেপ্টেম্বর (হি.স.) : হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে (এইচসিএ) সবসময়ই কিছু না কিছু বিবাদ চলছে। এখন ২৫ সেপ্টেম্বর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের টিকিট বিক্রি নিয়ে কালোবাজারের অভিযোগ । আগামীকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অভিযোগের জবাব দেবেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন

হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১০টায় টিকিট বিক্রি শুরু হয়। কাউন্টার খোলার আগেই হাজার হাজার দর্শক এখানে পৌঁছে যায় এবং টিকিট বিক্রি শুরু হওয়ার ১৫ মিনিট পর সব টিকিট বিক্রি বন্ধ করে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ১৫ জনেরও বেশি দর্শক আহত হয় এবং অচেতন অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। ক্রিকেটপ্রেমীরা পুলিশ এবং হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ম্যাচের টিকিটের কালোবাজারি করার অভিযোগ তুলেছেন।

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রাক্তন অধিনায়ক আজহারউদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আগামীকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অভিযোগের জবাব দেবেন। তিনি বলেন, এমনকি অনলাইন বিক্রির জন্য কোনো টিকিট বাকি নেই।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande