বিধানসভার গেটের বাইরে ঘুগনি, চায়ের দোকান, বিজেপি-কে তোপ তৃণমূলের
কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি স)। বিধানসভার গেটের বাইরে ঘুগনি, চা, ঝালমুড়ির দোকান দিলেন বিজেপি বিধায়করা
বিধানসভার গেটের বাইরে ঘুগনি, চায়ের দোকান, বিজেপি-কে তোপ তৃণমূলের


কলকাতা, ২২ সেপ্টেম্বর (হি স)। বিধানসভার গেটের বাইরে ঘুগনি, চা, ঝালমুড়ির দোকান দিলেন বিজেপি বিধায়করা। পথচলতি মানুষ জনকে ডেকে ডেকে খাওয়ালেন নিজেদের হাতের তৈরি ঘুগনি। সঙ্গে মুড়ি। এ নিয়ে বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের মুখপাত্র তথা বিধায়ক তাপস রায়।

তাপসবাবু বলেন, ‘‘ওঁরা নিজেদের ভাবনাচিন্তার কথাও বলতে পারেন। সারা দেশে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে কত কর্মসংস্থান, কত শিল্পের ছড়াছড়ি! তবে পাশাপাশি আরও একটা কথা বলব, বিক্রেতা, তিনি যা-ই বিক্রি করুন না কেন, প্রতিটি পেশার একটা সম্মান রয়েছে। এগুলি করে ওঁরা এই ঝালমুড়ি, চা বিক্রির পেশার সঙ্গে যুক্ত বিক্রেতাদের অপমান করছেন। ভারতের প্রধানমন্ত্রীও চা বিক্রেতা ছিলেন।’’

প্রসঙ্গত, সম্প্রতি খড়্গপুরের এক দলীয় কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছিলেন, ‘‘এক হাজার টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর মাটির ভাঁড় নিন। সঙ্গে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে।’’ কী ভাবে বাড়বে ব্যবসা, সেই রাস্তাও বাতলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘প্রথম সপ্তাহে বিস্কুট নিলেন। তার পরের সপ্তাহে মাকে বললেন, ‘একটু ঘুগনি তৈরি করে দাও।’ তার পরের সপ্তাহে একটু তেলেভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে। দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না! আজকাল এত বিক্রি আছে!’’

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande