আগামী সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, যোগ দেবেন প্রয়াত শিনজো আবের শেষকৃত্যে
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : ‘বন্ধু’র পাশে ছিলেন, থাকবেন শেষকৃত্যেও। জাপানের নিহত প্রাক্তন প্র
আগামী সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী, যোগ দেবেন প্রয়াত শিনজো আবের শেষকৃত্যে


নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : ‘বন্ধু’র পাশে ছিলেন, থাকবেন শেষকৃত্যেও। জাপানের নিহত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে আগামী সপ্তাহে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, আগামী ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার জাপান রওনা হচ্ছেন মোদী। রীতি মেনে ওইদিনই রাজধানী টোকিওতে আবের অন্তিম যাত্রার অনুষ্ঠান। মোদী যোগ দেবেন তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে। কবে দেশে ফিরবেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

গত জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় আচমকাই শিনজো আবের উপরে গুলি চালায় এক আততায়ী। মঞ্চের উপরেই লুটিয়ে পড়েন আবে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে প্রাণ হারান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। ‘প্রিয় বন্ধু’র মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মৃত্যুতে জাতীয় শোকও ঘোষণা করেছিল কেন্দ্র সরকার।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande