'এক ব্যক্তি এক পদ' নীতিতে জোর দিয়ে গেহলটকে বার্তা রাহুলের
এর্নাকুলাম, ২২ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে জটিলতা এখনও কাটছে না। রাজস্থানের মু
'এক ব্যক্তি এক পদ' নীতিতে জোর দিয়ে গেহলটকে বার্তা রাহুলের


এর্নাকুলাম, ২২ সেপ্টেম্বর (হি.স.) : কংগ্রেস সভাপতি নির্বাচন নিয়ে জটিলতা এখনও কাটছে না। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সোনিয়া গান্ধীর উত্তরসূরী হতে চাইলেও তাঁর মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার ইচ্ছে নেই বলে শোনা গিয়েছে নানা মহলে। এবার সুকৌশলে তাঁর প্রতি বার্তা পাঠালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি মনে করিয়ে দিলেন দলের 'এক ব্যক্তি এক পদ' নিয়মের কথা।

এদিন এর্নাকুলামে সাংবাদিক সম্মেলন করে রাহুল বলেন, কংগ্রেসের শীর্ষ পদের নির্বাচনের ক্ষেত্রে দলের উদয়পুরের চিন্তন শিবিরে গৃহীত সিদ্ধান্ত মেনে চলা হবে বলে তিনি আশা করেন। নাম না করে গেহলতকেই যেন বার্তা দিয়েছেন তিনি। কংগ্রেস সভাপতির পদকে একটি আদর্শগত পদ হিসেবে বর্ণনা করে রাহুল বলেছেন, ওই পদ দেশের দৃষ্টিভঙ্গি, বিশ্বাস ও কিছু ভাবনার প্রতিনিধিত্ব করে।

ভারত জোড়ো যাত্রার পঞ্চদশতম দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, আপনি একটা পদ নেবেন। এটা একটা ঐতিহাসিক পদ এবং এটি দেশের দৃষ্টিভঙ্গির পরিচায়ক। এটা শুধু একটা সাংগঠনিক পদ নয়। আমার পরামর্শ এটাই হবে যে, যিনিই সভাপতি হোন, তাঁর এটা মনে রাখা উচিত যে তিনি একগুচ্ছ ভাবনা, বিশ্বাসের সিস্টেম ও দেশের দৃষ্টিভঙ্গিকে প্রতিনিধিত্ব করে।

উদয়পুরের চিন্তন শিবিরে বেশ কিছু সংস্কারমূলক সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। তার মধ্যে একটি ছিল এক ব্যক্তি এক পদ নীতি।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয় / কাকলি


 rajesh pande