শান্তিনিকেতনে বিক্ষোভের মুখে সুকান্তরা, তুমুল বচসা
বীরভূম, ২২ সেপ্টেম্বর (হি. স.) : শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় এখনও উত্তেজনা রয়েছে। সেই আবহে শান্তিনি
শান্তিনিকেতনে বিক্ষোভের মুখে সুকান্তরা, তুমুল বচসা


বীরভূম, ২২ সেপ্টেম্বর (হি. স.) : শিশুকে অপহরণ করে খুনের ঘটনায় এখনও উত্তেজনা রয়েছে। সেই আবহে শান্তিনিকেতনে গিয়ে বিক্ষোক্ষের মুখে পড়লেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্তবাবু এবং তাঁর সঙ্গে যাওয়া বিজেপি-র প্রতিনিধি দলকে মোলডাঙা গ্রামে ঢুকতে বাধা দেয় স্থানীয়দের একাংশ। সেই নিয়ে দুপক্ষের তুমুল বচসা হয়। দলের পতাকা নিয়ে কেন এসেছেন বিজেপি নেতারা, জানতে চান স্থানীয় মানুষ জন। তা নিয়ে তীব্র বচসা শুরু হয় দু’পক্ষের মধ্যে। শেষমেশ বিজেপি-র প্রতিনিধি দলের পাঁচ জনকে পীড়িত পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়।

গ্রামবাসীদের কাছে অনুমতি পেয়ে ওই বাড়িতে ঢোকেন সুকান্ত, লক্ষ্মণ ঘোড়ুই, অনুপ সাহা, বিমান ঘোষরা। মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, সহযোগিতা করতেই সেখানে এসেছেন তাঁরা।

তার পরও যদিও উত্তেজনা কমেনি। বাইরে ভিড় জমা হয়ে ছিলই। মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করার আগে, বোলপুর থেকে শান্তিনিকেতনের মোলডাঙা পর্যন্ত মিছিল করেন সুকান্তরা।

এর আগে, ওই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়েন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। স্থানীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন লকেটও। মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা না করেই ফিরে আসতে হয় তাঁকে। সেই সময়ও গ্রামবাসীদের একই যুক্তি ছিল, শিশুর মৃত্যু নিয়ে কোও রাজনীতি হতে দেবেন না তাঁরা।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande