চালসায় পালিত হল বিশ্ব গন্ডার দিবস
চালসা, ২২ সেপ্টেম্বর ( হি. স.): জলপাইগুড়ির চালসায় পালিত হল বিশ্ব গন্ডার দিবস। বৃহস্পতিবার বিশ্ব গন
চালসায় পালিত হল বিশ্ব গন্ডার দিবস


চালসা, ২২ সেপ্টেম্বর ( হি. স.): জলপাইগুড়ির চালসায় পালিত হল বিশ্ব গন্ডার দিবস। বৃহস্পতিবার বিশ্ব গন্ডার দিবস উপলক্ষ্যে পরিবেশপ্রেমী সংস্থা চালসা নেচার স্টাডি অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির তরফে চালসা গোলাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মৃত গন্ডারদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি গন্ডার রক্ষা ও সংরক্ষণের দাবি জানান হয় ।

বৃহস্পতিবার বিশ্ব গন্ডার দিবস উপলক্ষ্যে সংস্থার তরফে চালসা গোলাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মৃত গন্ডারদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। গন্ডারের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে ফুল দেওয়া হয়। মৃত গন্ডারদের আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতাও পালন করা হয়।

সংগঠনের সম্পাদক মানবেন্দ্র দে সরকার বলেন, ‘গন্ডার ডুয়ার্সের ঐতিহ্য। মাঝেমধ্যেই চোরা শিকারিদের হাতে গন্ডার নিধন হয়। গন্ডার মেরে খড়গ নিয়ে চম্পট দেয় তারা। আমাদের দাবি, এই ভাবে গন্ডার নিধন রোধে বন দপ্তরকে আরও কড়া ব্যবস্থা নিতে হবে। গন্ডার দেখতে দেশ-বিদেশের বহু পর্যটক ডুয়ার্সে আসেন। তাই গন্ডার সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। উপস্থিত ছিলেন পরিবেশপ্রেমী সুমন চৌধুরী, অরিজিৎ দে সহ অনেকেই।

হিন্দুস্থান সমাচার/ কাকলি


 rajesh pande