জাতীয় গেমসে সোনা জিতলেন মীরবাই চানু
আমেদাবাদ, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : ফের সোনার মেয়ে মীরাবাই চানু। আমেদাবাদে আয়োজিত ৩৬তম জাতীয় গেমসে সোন
জাতীয় গেমসে সোনা জিতলেন মীরবাই চানু


আমেদাবাদ, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : ফের সোনার মেয়ে মীরাবাই চানু। আমেদাবাদে আয়োজিত ৩৬তম জাতীয় গেমসে সোনা জিতলেন ভারতের তারকা ভারত্তোলক মীরাবাই চানু। মহিলাদের ভারত্তোলনের ৪৯ কেজি বিভাগে মোট ১০৭ কেজি ওজন তুলে সোনা জিতলেন চানু। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জেতেন মনীপুরের তারকা এই কুস্তিগির। গত বছর টোকিও অলিম্পিকে রুপো জেতেন চানু।

অলিম্পিক পদকের পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়ন, এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক ও দুটো কমনওয়েলথ গেমসে সোনা জয়ীকে এদিন জাতীয় গেমসে বেশ কড়া টক্কর দেওয়ার চেষ্টা করেন সঞ্জিতা চানু। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল তিলোত্তমা সেনকে ১৬-১০ হারিয়ে সোনা জিতলেন এলাভেনিল বালারিভান, বাঙলার মেহুলি ঘোষ জেতেন ব্রোঞ্জ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আমেদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে জাতীয় গেমসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৬টি বিভাগে গোটা ভারতের প্রায় ১৫,০০০ ক্রীড়াবিদ, কোচ এবং কর্মকর্তারা গেমসে অংশ নেবেন। আমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, বরোদা, রাজকোট এবং ভাবনগর -গুজরাটের এই ছয়টি শহরে গেমসের বিভিন্ন বিভাগে খেলা হবে। মোট ৭ হাজার জন ক্রীড়াবিদ অংশ নেবেন। গেমসের শেষ দিন ১০ অক্টোবর।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয় / কাকলি


 rajesh pande