রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন নির্বাচনের নিষেধাজ্ঞা ১১ অক্টোবর পর্যন্ত বাড়াল হাইকোর্ট
জয়পুর, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনের উপর অন্তর্বর্তী স্থগিতাদে
রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন নির্বাচনের নিষেধাজ্ঞা ১১ অক্টোবর পর্যন্ত বাড়াল হাইকোর্ট


জয়পুর, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ ১১ অক্টোবর পর্যন্ত বাড়াল রাজস্থান হাইকোর্ট। এর পাশাপাশি আদালত এ বিষয়ে আরসিএ-র জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক রামালুভায়া, প্রধান ক্রীড়া সচিব এবং কো-অপারেটিভ রেজিস্ট্রারকে নোটিশ জারি করে জবাব তলব করেছে। দৌসা জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং অন্যান্য জেলা অ্যাসোসিয়েশনগুলির আবেদনের ভিত্তিতে বিচারপতি মহেন্দ্র গোয়েলের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

শুনানির সময় আরসিএর তরফে বলা হয়েছিল, তাদের আবেদনের বিশদ জবাব দিতে হবে। তাই তারা সময় চেয়ে আবেদল করে। এ নিয়ে আদালত আরসিএকে ১১ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। অন্য পক্ষকে নোটিশ জারি করে জবাব দিতে বলেছে।

আবেদনকারীদের পক্ষে উপস্থিত হয়ে আইনজীবী ডক্টর অভিনব শর্মা, আদালতকে বলেন, রাজ্য সরকার প্রাক্তন আইএএস রামলুভায়াকে ১৩ মার্চ রাজ্যের জেলাগুলির জন্য গঠিত হাই পাওয়ার কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এই কমিটির সরাসরি নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রীর হাতে। মুখ্যমন্ত্রীর ছেলে বৈভব গেহলট আরসিএর বর্তমান সভাপতি।

পিটিশনে বলা হয়েছে, মুখ্য নির্বাচনী আধিকারিক সরাসরি মুখ্যমন্ত্রীকে রিপোর্ট করেন এবং রাজ্য সরকারের কাছ থেকে সুবিধা নিচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর ছেলে হওয়ায় বৈভব গেহলট আরসিএ নির্বাচনে লাভবান হচ্ছেন। যেখানে সুপ্রিম কোর্ট এবং লোধা কমিটি সিদ্ধান্ত নিয়েছে, নির্বাচন অফিসারকে নিরপেক্ষ হতে হবে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande