আজম খানের বিরুদ্ধে তিনটি নতুন এফআইআরের মামলার শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : জওহর বিশ্ববিদ্যালয় মামলায় সপা নেতা আজম খানের বিরুদ্ধে নথিভুক্ত
আজম খানের বিরুদ্ধে তিনটি নতুন এফআইআরের মামলার শুনানিতে রাজি নয় সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : জওহর বিশ্ববিদ্যালয় মামলায় সপা নেতা আজম খানের বিরুদ্ধে নথিভুক্ত তিনটি নতুন এফআইআরের মামলায় সুপ্রিম কোর্ট থেকে কোনও স্বস্তি নেই। আজম খানের আর্জি শুনতে রাজি নয় সুপ্রিম কোর্ট। আজম খানকে স্বস্তির জন্য এলাহাবাদ হাইকোর্টে যেতে বলেছে শীর্ষ আদালত।

আজম খানের পক্ষে আইনজীবী কপিল সিব্বল বলেন, ৮৭টি মামলায় জামিনের পরে এখন জওহর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ৩টি নতুন মামলা করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার জওহর বিশ্ববিদ্যালয় দখল করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। জওহর বিশ্ববিদ্যালয়ের তিনটি এফআইআর ছাড়াও আজম খানের বিরুদ্ধে ৮৭টি মামলা নথিভুক্ত করা হয়েছিল। এই ৮৭টি মামলায় জামিন পেয়েছেন আজম খান। জওহর বিশ্ববিদ্যালয়ের মামলায় নতুন তিনটি এফআইআর দায়ের করায় আজম খানের ওপর এখন গ্রেফতারের খাঁড়া ঝুলছে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande