কাঁকসায় পুলিশের 'মিট ইউর অফিসার' অনুষ্ঠানে বঞ্চনার ক্ষোভ উগরে দিলেন আদিবাসী মহিলারা
দুর্গাপুর, ২৪ জানুয়ারি (হি. স.) নলকূপ আছে জল পড়ে না। বন্ধ হয়ে গেছে বার্ধ্যক ভাতার পেনশন। ভাঙা ঘরে
কাঁকসায় পুলিশের 'মিট ইউর অফিসার' অনুষ্ঠানে বঞ্চনার ক্ষোভ উগরে দিলেন আদিবাসী মহিলারা


দুর্গাপুর, ২৪ জানুয়ারি (হি. স.) নলকূপ আছে জল পড়ে না। বন্ধ হয়ে গেছে বার্ধ্যক ভাতার পেনশন। ভাঙা ঘরেও ঠাঁই হয়নি প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়। ছ' বছর আগে বন্ধ হয়ে পড়েছে অনগ্রসর শ্রেনী কল্যান দফতরের অনুদান প্রাপ্ত ইংরাজী মাধ্যম স্কুল। দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার আগে ফিরিস্তি শুনে ক্লান্ত। সোমবার কাঁকসার জঙ্গলমহলের ঝিনুকগড়ে পুলিশের 'মিট ইউর অফিসার' কর্মসূচীতে চরম বঞ্চনার ক্ষোভ উগরে দিলেন আদিবাসী মহিলারা। ক্ষোভের মুখে হাতে গোনা কয়েকটি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলেন খোদ পুলিশ কমিশনার।

কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর, মলানদীঘি, বনকাটি, কাঁকসা পঞ্চায়েতের জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত এলাকা। ভোট আসে ভোট যায় আদিবাসী সমাজের শিক্ষা, পানীয়জল, সরকারি সুযোগ সুবিধা, রুজি রোজগার সহ নানান সমস্যার সমাধান সেই তিমিরে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে প্রসাশনিক সভায় কাঁকসার জঙ্গলমহলে এমএসএমই পার্ক ও শালপাতার ক্লাস্টার তৈরীর নির্দেশ দিয়েছিলেন। তারজন্য কয়েক দফায় বৈঠকও হয়। কাঁকসার বনকাটি এলাকায় জায়গায়ও দেখা হয়। মুলত কাঁকসার জঙ্গলমহল সেটের বাঁধ, ধোবারু, দোমড়া, গ্যাড়াদহ সহ একাধিক এলাকায় পাতা সেলাই কাজ হয়। বছর পাঁচেক আগে দুর্গাপুরের কাঁকসা ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকের আদিবাসী মহিলাদের মেশিনে শালপাতা সেলাইয়ের প্রশিক্ষন দেওয়া হয়। সেলাই মেশিন ও থালা তৈরীর মেশিনও দেওয়া হয় বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠী। দুষন সুষ্টিকারী প্লাস্টিক ও থার্মকলের থালা-বাটির সঙ্গে সম্প্রতি কাগজের থালা, বাটির কদর বেড়েছে। আর তার জেরে অন্নপ্রশাসন, জন্মদিন, বিয়ে বাড়ীর মত সামাজিক অনুষ্ঠান শালপাতার ব্যাবহার এক প্রকার বন্ধ। আর তার জেরে চাাহিদা কমেছে শালপাতার তৈরী থালা বাটির। চাহিদা কমে যাওয়া বিক্রি বন্ধ। কাঁকসার আদিবাসী গ্রামগুলিতে শিকেয় উঠেছে শালপাতা তৈরীর কাজ। ফলে একপ্রকার রুজিতে টান পড়েছে আদিবাসী এলাকায়। বনকাটির ডাঙালে ছিল অনগ্রসর শ্রেনীকল্যান দফতরের অনুদান প্রাপ্ত আদিবাসীদের জন্য ইংরাজী মাধ্যম স্কুল। গত ২০১৬ সাল থেকে অদৃশ্য কারনে ওইস্কুলের অনুদান বন্ধ করে দেয় সরকার।

সোমবার কাঁকসার আদিবাসী গ্রাম ঝিনুকগড়ে পুলিশের 'মিট ইউর অফিসার' কর্মসূচী ছিল। তাতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার নিলকান্ত সুধীরকুমার। এছাড়াও ছিলেন ডিসি (পুর্ব) অভিষেক গুপ্তা। কর্মসূচীর মুল উদ্দেশ্য ছিল গ্রামবাসীরা নিজেদের সমস্যা সরাসরি অফিসারকে জানাবেন। আর তাই সরকারি পুলিশকর্তাকে কাছে পেয়ে আদিবাসী সমাজের চরম বঞ্চনার ক্ষোভ উগরে দিলেন গ্রামের মহিলারা। প্রশ্ন, ক্ষোভ কেন? কাঁকসার শিল্পতালুক লাগোয়া ঝিনুকগড়ে ৭০ টির মত আদিবাসী পরিবারের বসবাস। দিনমজুর পরিবার। কমিশনারকে কাছে পেয়ে বঞ্চনার ক্ষোভ উগরে গ্রামের মহিলারা জানান, গ্রাম ঘেষা নির্মিয়মান কারখানা। চাষ জমি শিল্পতালুকে চলে যাওয়ায় কাজ হারিয়েছে গ্রামবাসীরা। কারখানা তৈরী হলেও, গ্রামের শিক্ষিত, স্কিল শ্রমিকদের কাজ জোটে না। গত বছর গ্রামে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে পাকা রাস্তা তৈরী করেছে। আশ্চর্যের বিষয় বছর ঘুরতেই উঠে গেছে পিচের স্তর। বেরিয়ে পড়েছে কঙ্কালসার রাস্তা। জলজীবন প্রকল্পে ট্যাপকল বসলেও, উধাও হয়ে পড়েছে ট্যাপকল। মাটি খুঁড়ে পাইপের ঝির ঝির করে পড়া জল নিতে হয়। বেসরকারী সংস্থা থেকে সাবমার্শিবাল বসিয়ে দিলেও তার বিদ্যুত বিল আমাদের পকেট থেকে গুনতে হয়।

আরও আশ্চর্য্যের, গ্রামে বাদল হেমব্রম, শান্তি মুর্মু, স্বরসতী মুর্মুর, মঙ্গলি হাঁসদার মত বৃদ্ধ, বৃদ্ধদের বছরখানেক আগে বার্ধ্যক্যভাতার অনুদান ঢোকা বন্ধ হয়েছে বলে অভিযোগ। মহিলাদের আরও অভিযোগ, রাজ্য সরকার শিল্পীভাতা চালু করলেও গ্রামের আদিবাসী মহিলা নৃত্য শিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়। অথচ শিল্পীভাতার জন্য সরকারের দরজায় ঘুরে জুতোর শুকতলা ক্ষয় হয়ে গেছে। ভোটের আগে গালভরা প্রতিশ্রুতি দেয় নেতারা। আর ভোট ফুরলে অফিসে গেলে চিনতে পারে না। এত গেলো ঝিনুকগড়ের বঞ্চনার অভিযোগ। পুলিশ কমিশনারকে কাছে পেয়ে বঞ্চনার ব্যাখা দিলেন দিশম আদিবাসী গাঁওতার পশ্চিম বর্ধমান জেলা সহ সভাপতি গোরাচাঁদ হেমব্রম জানান, গত ২০১৬-১৭ সাল থেকে রঘুনাথ মুর্মু ইংরাজী মাধ্যম স্কুল গুলিতে অনুদান বন্ধ করে দেওয়া ইংরাজী শিক্ষায় একপ্রাকার অন্ধকারে। কাঁকসা অঞ্চলে প্রায় ২৩ হাজার আদিবাসী পরিবার। শুধু কাঁকসায় দেড়'শটি পরিবার ভাঙা মাটির বাড়ীতে ত্রিপল টাঙিয়ে অসহায় দিন কাটায়। অথচ তাদের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাদ দেওয়া হয়েছে। বহুবার আবেদন করা হয়েছে। সুরাহা হয়নি। আরও অভিযোগ, কাঁকসা জঙ্গলমহলে খেলাধূলায় বহু প্রতিভাবান ছেলে মেয়ে রয়েছে। আর্চারিতে জাতীয়স্তরে সোনা জয়ী প্রিয়াঙ্কা মুর্মু।

এদিন প্রিয়াঙ্কা জানায়, আর্চারি থাকলেও তার বোর্ডটি বাইরে থাকায় দু দুবার দুস্কৃতীরা ভেঙে দিয়েছে। ফলে অনুশীলনে বন্ধ। গত ডিসেম্বর মাসে জাতীয়স্তরে প্রতিযোগিতায় যেতে পারিনি। বয়সে ছোটো তাই বিশ্ববিদ্যালয় থেকে পাঞ্জাবে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহনে বঞ্চনা করা হয়। অথচ অতিতে জুনিয়ার হয়েও, সিনিয়র দলের প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনা জয় করেছি। পরিকাঠামোর অভাবে অনুশীলনে সমস্যায় পড়ে কাঁকসার মহিলা কাবাডি দল। গত কয়েকবছর ধরে ওই দল থেকে খেলো ইন্ডিয়া, জাতীয় স্তরে অংশ নেয় একাধিক আদিবাসী মেয়ে। অভিযোগ, আবেদন করেও খেলার মাঠের পরিকাঠামো থেকে বঞ্চিত মহিলা কাবাডির দল।

প্রশ্ন, সম্প্রতি সুরক্ষা কবচ্ কর্মসূচীতে দিদির দূত পাঠাচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আর ওই কর্মসূচীতে গিয়ে জনতার প্রশ্নবানে লেজে গোবরে অবস্থায় পড়তে হচ্ছে দিদির দূতকে। প্রশ্ন, পুলিশের মিট ইউর অফিসার কর্মসূচী কেন? উল্লেখ্য, সামনেই আবারও একটা পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়ছে। বিজেপির অভিযোগ, 'আদিবাসীদের সহানুভুতি আদায় করতে তৃণমূল সরকারের নতুন কৌশল।' ক্ষুব্ধ আদিবাসী সমাজ একরাশ ক্ষোভ উগরে বলেন,সবই আই ওয়াশ। আদিবাসী সমাজের উন্নয়ন সেই তিমিরে। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস জানান, বনকাটিতে ক্লাস্টার তৈরীর জমি দেখা হয়েছিল। কাগজের থালাপাতা বাজারে ব্যাপক চলছে। ফলে শালপাতার চাহিদা কমেছে। তবুও আদিবাসীদের সমস্যা সমাধানে আমাদের সরকার যথেষ্ট তৎপর। মানুষ তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। এদিন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার নিলকান্ত সুধীরকুমার জানান, এধরনের শিবিরের মাধ্যমে জনসংযোগ করা হচ্ছে। সমস্যার কথা শোনা হচ্ছে। পানীয় জল রাস্তা উন্নয়ন অনেকাংশে হয়েছে। প্রতিভাবান আদিবাসী ছেলে মেয়েদের সমস্যা জানতে পেরেছি। আমাদের পক্ষে যতটা সম্ভব তাদের পাশে থাকবো।

হিন্দুস্থান সমাচার / জয়দেব




 

 rajesh pande