আইসিসির একদিনের বর্ষসেরা দলে ভারতের দুই, রয়েছেন শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ
নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : পাকিস্তানের বাবর আজমকে অধিনায়ক করে মঙ্গলবার বর্ষসেরা একদিনের দল (প
আইসিসির একদিনের বর্ষসেরা দলে ভারতের দুই, রয়েছেন শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ


নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : পাকিস্তানের বাবর আজমকে অধিনায়ক করে মঙ্গলবার বর্ষসেরা একদিনের দল (পুরুষ) ঘোষণা করল আইসিসি ।আইসিসির বর্ষসেরা একদিনের দলে জায়গা পেলেন দুই ভারতীয় শ্রেয়স আইয়ার ও মহম্মদ সিরাজ। গতবছর একদিনের ক্রিকেটের ফর্ম্যাটে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রেয়স আইয়ার। সফল হয়েছিলেন মহম্মদ সিরাজও। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজেরও দু'জন করে ক্রিকেটারকে সেই দলে রাখা হয়েছে। এই দলে ঠাঁই পেয়েছেন বাংলাদেশের তারকা মেহদি হাসান মিরাজও।

২০২১ সালে আইসিসির বর্ষসেরা একদিনের একাদশে একজনও ভারতীয় ক্রিকেটারের জায়গা হয়নি। তবে ২০২২ সালে ভারতীয় ক্রিকেটাররা হতাশ করেননি। ২০২২ সালে একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করেছিলেন শ্রেয়স আইয়ার। ১৫টি ইনিংস খেলে ৭২৪ রান করেছেন এই তারকা ভারতীয় ক্রিকেটার। সেইসঙ্গে তাঁর গড় রয়েছে ৫৫.৬৯ এবং তাঁর স্ট্রাইকরেট রয়েছে ৯১.৫২। ২০২২ সালটা সত্যিই খুব ভাল গিয়েছে শ্রেয়স আইয়ারের। একদিনের ক্রিকেটে ফর্ম্যাটে তাঁর রয়েছে একটি সেঞ্টুরকী এবং ছটি অর্ধশতরান।

শুধু একা শ্রেয়স আইয়ার নন। ২০২২ সালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন মহম্মদ সিরাজও। জসপ্রকীত বুমরাহ থেকে মহম্মদ সামিদের পিছনে ফেলে দিয়েছেন তারা। ২০২২ সালে ভারতীয় দলের হয়ে ১৫টি একদিনের ম্যাচ খেলেছেন এই তারকা ভারতীয় পেসার। সেখানেই তাঁর ঝুলিতে রয়েছে ২৪টি উইকেট এবং গড় রয়েছে এই পেসারের ২৩.৫০। আর তাতেই আপ্লুত সকলে। তাঁর ইকতনমি রেট রয়েছে ৪.৬২। এবার আইসিসির একদিমের স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন তিনি।

২০২২ সালে আইসিসির বর্ষসেরা একদিনের একাদশ

বাবর আজম (পাকিস্তান/অধিনায়ক)

ট্রেভিস হেড (অস্ট্রেলিয়া)

শাই হোপ ( ওয়েস্ট ইন্ডিজ)

শ্রেয়স আইয়ার (ভারত)

টম ল্যাথাম (নিউ জিল্যান্ড)

মেহিদী হাসান মিরাজ (বাংলাদেশ)

আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)

মহম্মদ সিরাজ (ভারত)

ট্রেন্ট বোল্ট (নিউ জিল্যান্ড)

অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া)

এই নিয়ে পরপর দুবছর আইসিসির একদিনের স্কোয়াডের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বাবর আজম। বাবর আজম অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন একদিনের ক্রিকেটে। সেখানেই ৯টি একদিনের ইনিংস খেলে ৬৭৯ রান করেছেন তিনি। সেইসঙ্গেই তাঁ গড় রয়েছে ৮৪.৮৭। যদিও অধিনায়ক হিসাবে এবার পাকিস্তানের হয়ে ব্যর্থই হয়েছেন তিনি। তবুও শেষপর্যন্ত তাঁকেই অধিনায়ক নির্বাচিত করেছে আইসিসি।-হিন্দুস্থান সমাচার / কাকলি




 

 rajesh pande