আততায়ীর গুলি, হত মণিপুর প্রদেশ বিজেপি নেতা লেইশরাম রামেশ্বর সিং
ইমফল, ২৪ জানুয়ারি (হি.স.) : আততায়ীর গুলিতে মৃত্যুবরণ করেছেন মণিপুর প্রদেশ বিজেপি নেতা লেইশরাম রামেশ্
Manipur BJP leader Laishram Rameshwar Singh shot dead (Representational image)


ইমফল, ২৪ জানুয়ারি (হি.স.) : আততায়ীর গুলিতে মৃত্যুবরণ করেছেন মণিপুর প্রদেশ বিজেপি নেতা লেইশরাম রামেশ্বর সিং। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল প্রায় ১০:২০ থেকে ১১:৩০-এর মধ্যে। গুলিবিদ্ধ রামেশ্বর সিংকে রাজ মেডিসিটিতে ভরতি করা হয়েছিল। কিন্তু বেলা ১:০০টার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আততায়ীদের শীঘ্র গ্রেফতার করতে রাজ্যের পুলিশ-প্রধানকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

রাজ্যের সদর পুলিশ সদর দফতর সূত্রের খবরে জানা গেছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র মণিপুর প্রদেশ প্রাক্তন সেনা সেলের সাধারণ সম্পাদক লেইশরাম রামেশ্বর সিংকে আজ সকালে থউবাল জেলার অন্তর্গত ক্ষেত্রী লেইকাই এলাকায় তাঁর বাড়ির কাছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি করে মেরেছে। গুলি করেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছে দুষ্কৃতীরা।

সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ রামেশ্বর সিংকে মেডিসিটিতে ভরতি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। বেলা ১:০০টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। এদিকে, আততায়ীর গুলিতে রামেশ্বর সিঙের মৃত্যু হয়েছে খবর দাবানলের মতো চাউর হয়ে গেলে জেলা মায় রাজ্য জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আততায়ীদের শীঘ্র গ্রেফতার করতে রাজ্যের পুলিশ-প্রধানকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে পুলিশ আততায়ীদের ধরতে চিরুনি তালাশি চালিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সূত্রটি।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande