তিন দিন বাদে গাছের সুতোবন্দি ঈগল মুক্ত
জলপাইগুড়ি, ২৪ জানুয়ারি (হি. স.) : ওড়ার সময় গাছের ডালে জড়িয়ে থাকা মাঞ্জা সুতোয় আটকে গিয়েছিল বিশাল ডান
তিন দিন বাদে গাছের সুতোবন্দি ঈগল মুক্ত


জলপাইগুড়ি, ২৪ জানুয়ারি (হি. স.) : ওড়ার সময় গাছের ডালে জড়িয়ে থাকা মাঞ্জা সুতোয় আটকে গিয়েছিল বিশাল ডানা। অনেক চেষ্টা করেও মুক্তি মেলেনি। তিন দিন বাদে, মঙ্গলবার গাছের সুতোবন্দি ঈগল মুক্ত হয়ে উড়ে গেল।

এই তিনদিন ধরে ছটফট করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিল ঈগলটি । স্থানীয় কিছু যুবক পাখিটিকে বাঁধনমুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন। কিন্তু পারেনি। অগত্যা তাঁরা খবর দেন এনিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশন নামে এক পশুপ্রেমী সংস্থাকে। মঙ্গলবার সেই সংস্থারই এক সদস্য জীবনের ঝুঁকি নিয়ে গাছের মগডালে উঠে সুতো কেটে দেন। মুক্তি পেয়ে ক্লান্ত শরীরেই উড়ে যায় ঈগলটি। স্বস্তির নিঃশ্বাস পড়ে স্থানীয় বাসিন্দাদের।

তিন দিন আগে জলপাইগুড়ি শহরের দিনবাজারের ঈগলটি দিব্যি উড়তে উড়তেই গাছের ডালে বাঁধা পড়ে। ডালে জড়ানো মাঞ্জা দেওয়া সুতোতে ডানা আটকে যায় বিশালাকৃতির ওই পাখির। শুরু হয় ডানা ঝাপটানো। নীচ থেকে অনেকেই সে দৃশ্য দেখে চমকে ওঠেন। কিন্তু তাঁদের কিছু করার ছিল না। দু এক জন গাছে ওঠার চেষ্টা করেন। কিন্তু এত উঁচু গাছে ওঠা সম্ভব হয়ে ওঠেনি কারও পক্ষেই। এলাকারই দু এক জন ওই স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

সংস্থার তিন সদস্য খবর পেয়েই মঙ্গলবার হাজির হন দিনবাজারে। লম্বা বাতার আগায় কাটারি বেঁধে দুজন গাছের মগডালে উঠে পড়েন। সেই কাটারির সাহায্যে সুতো কাটতেই ঈগলটি মুক্তি পায়। ডানায় জড়ানো সুতো নিয়েই সে উড়ে চলে যায়।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande