বিশ্বজুড়ে নিম্নমুখী করোনা গ্রাফ, একদিনে সংক্রমিত এক লক্ষ ৮১ হাজার ৮৭১ জন
ওয়াশিংটন, ২৮ জানুয়ারি (হি. স.) : বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের
বিশ্বজুড়ে নিম্নমুখী করোনা গ্রাফ, একদিনে সংক্রমিত এক লক্ষ ৮১ হাজার ৮৭১ জন


ওয়াশিংটন, ২৮ জানুয়ারি (হি. স.) : বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় নিম্নমুখী। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লক্ষ ৮১ হাজার ৮৭১ জন। আর প্রাণ হারিয়েছেন এক হাজার ৬৩ জন। প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ২ হাজার ৮২২ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ কোটি ১১ লক্ষ ৬২ হাজার ৮০৮-এ। তার মধ্যে সঙ্কটজনক ৪২ হাজার ৪৫৪ জন।

শনিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওযেবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে যথারীতি শীর্ষে রয়েছে জাপান। পূর্ব এশিয়ার দেশটিতে একদিনে নতুন করে আরও ৫২ হাজার ৯১১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হলেন ৩ কোটি ২৩ লক্ষ ৬৪ হাজার ৮৫০ জন। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৩৪৩ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হযে প্রাণ হারালেন ৬৭ হাজার ৫০ জন। দৈনিক মৃত্যুর নিরিখে জাপানের পরেই রয়েছে জার্মানি। ইউরোপের দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১২৭ জন। আর ১১ হাজার ৩১৭ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ৪১৩ জন। মৃত্যু হয়েছে ১০৪ জনের। দক্ষিণ কোরিয়ায় আরও ৩১ হাজার ৭১১ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ৩৬ জন। পূর্ব এশিয়ার আর এক দ্বীপপুঞ্জ তাইওয়ানে ২৪ হাজার ৩৫০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৫ জনের।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande