চুক্তি থেকে মোর্চার সরে যাওয়ার সিদ্ধান্তে জিটিএ তে কোনও প্রভাব পড়বে না : অনীত থাপা
শিলিগুড়ি, ২৮ জানুয়ারি (হি. স.) : ‘মোর্চার জিটিএ চুক্তি থেকে সই প্রত্যাহার করার সিদ্ধান্তের ফলে জিটিএ
চুক্তি থেকে মোর্চার সরে যাওয়ার সিদ্ধান্তে জিটিএ তে কোনও প্রভাব পড়বে না : অনীত থাপা


শিলিগুড়ি, ২৮ জানুয়ারি (হি. স.) : ‘মোর্চার জিটিএ চুক্তি থেকে সই প্রত্যাহার করার সিদ্ধান্তের ফলে জিটিএ তে কোনও প্রভাব পড়বে না। মোর্চা রাজনৈতিক অজ্ঞতার কারনেই জিটিএ থেকে সরে এসেছে।’ গোর্খা জনমুক্তি মোর্চার জিটিএ চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্তকে এভাবেই কটাক্ষ করলেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি তথা জিটিএর বর্তমান চিফ এগজিকিউটিভ অনীত থাপা । শনিবার পিনটেল ভিলেজে সাংবাদিক বৈঠক করে একথা বলেন অনীত থাপা ।

জিটিএ থেকে সই প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। দলের এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই চিঠিও দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যসচিবকে। যা নিয়ে গতকালই সরব হয়ছিলেন জিটিএর বর্তমান চিফ এগজিকিউটিভ অনীত থাপা । এরপর শনিবার পিনটেল ভিলেজে সাংবাদিক বৈঠক করে অনীত থাপা বলেন, ‘মোর্চার জিটিএ চুক্তি থেকে সই প্রত্যাহার করার সিদ্ধান্তের ফলে জিটিএ তে কোনও প্রভাব পড়বে না। মোর্চা রাজনৈতিক অজ্ঞতার কারনেই জিটিএ থেকে সরে এসেছে।আসলে একটা সময় জিটিএ তে রাজত্ব করলেও এখন পায়ের তলার মাটি হারিয়ে বিমল গুরুংরা জিটিএ ছাড়ার কথা বলছেন। তাঁরা ভাবছেন হয়তো এভাবেই পাহাড়ের মানুষের সহানুভূতি পাওয়া যাবে, কিন্তু তা সম্ভব নয়।’

গোর্খাল্যান্ডের দাবিতে বিমলদের তৈরি নয়া মঞ্চকেও কটাক্ষ করেন অনীত। তিনি বলেন, ‘গোর্খাল্যান্ড একটা স্বপ্ন। কিন্তু তা বাস্তবে কতটা সম্ভব তা আমরা সবাই জানি। কিন্তু সেই জিগির তুলেই ফের পাহাড়কে অশান্ত করার চেষ্টা হচ্ছে। কিন্তু আমরা তা হতে দেব না।’-হিন্দুস্থান সমাচার / কাকলি




 

 rajesh pande