রাশিয়া ও বেলারুশের অংশ ‌‌নিলে প্যারিস অলিম্পিক্স বয়কটের হুমকি ইউক্রেনের
কিয়েভ, ২৮ জানুয়ারি (হি. স.) : ২০২৪ সালের অলিম্পিক্সে রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটরা অংশ নিলে ইউক্রেন
রাশিয়া ও বেলারুশের অংশ ‌‌নিলে প্যারিস অলিম্পিক্স বয়কটের হুমকি ইউক্রেনের


কিয়েভ, ২৮ জানুয়ারি (হি. স.) : ২০২৪ সালের অলিম্পিক্সে রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটরা অংশ নিলে ইউক্রেন অলিম্পিক্স বয়কট করবে। এমনই হুমকি দিয়েছে তারা। ২০২৪ সালে অলিম্পিক্স হবে প্যারিসে। সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী লেখেন, ‘আমাদের কথা না শোনা হলে অলিম্পিক্স বয়কট করার বিষয়টা ভেবে দেখতে হবে।’‌

ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী ভাদিম গুতাসেয়িত বলেছেন, ‘এই যুদ্ধ না থামা অবধি রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামতে দেওয়া উচিত নয়।’‌ তাঁর কথায়, ‘রাশিয়ার অন্যতম প্রধান বন্ধু বেলারুশ। ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ করতে রাশিয়া বেলারুশের মাটি ব্যবহার করেছে।’‌

সম্প্রতি অলিম্পিক্স কমিটি রাশিয়া ও বেলারুশের অ্যাথলিটদের নিরপেক্ষ হিসেবে অলিম্পিক্সে যোগদানের কথা জানিয়েছে। তারপরই ইউক্রেনের এই হুমকি। সোশ্যাল মিডিয়ায় ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী লেখেন, ‘আমাদের কথা না শোনা হলে অলিম্পিক্স বয়কট করার বিষয়টা ভেবে দেখতে হবে।’‌ ২০২২ সালে যেমন বেজিংয়ে শীতকালীন প্যারা অলিম্পিক্সে রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটদের নিষিদ্ধ করা হয়েছিল। -হিন্দুস্থান সমাচার / কাকলি




 

 rajesh pande