রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম পরিবর্তিত, নামকরণ করা হয়েছে অমৃত উদ্যান
নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): বদলে গেল রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম। আজাদি কা অমৃত মহোৎসব
অমৃত উদ্যান


নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): বদলে গেল রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অংশ হিসাবে রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অমৃত উদ্যান। রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি নাভিকা গুপ্তা জানিয়েছেন, আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে স্বাধীনতার ৭৫ বছর উদযাপন উপলক্ষ্যে মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে অমৃত উদ্যান রেখেছেন রাষ্ট্রপতি।

তবে, রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইট মুঘল উদ্যান এবং অমৃত উদ্যান দু''টি নামই উল্লেখ করা হয়েছে। ১৫ একর জুড়ে বিস্তৃত অমৃত উদ্যানকে রাষ্ট্রপতি ভবনের আত্মা হিসাবে চিত্রিত করা হয়। জম্মু ও কাশ্মীরের মুঘল উদ্যান, তাজমহলের চারপাশের বাগান এবং ভারত ও পারস্যের ক্ষুদ্রাকৃতির চিত্রকর্ম থেকে অনুপ্রেরণা নেওয়া এই অমৃত উদ্যান।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande