কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.): এক্স হ্যাণ্ডেলে মিক জ্যাগারের এক মন্তব্যের পর তাঁর গানের সুরে সুরেই বিশ্বখ্যাত রক শিল্পীর সঙ্গে শুভেচ্ছা-বিনিময় করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ষাটের দশক থেকে রক দুনিয়া মাতিয়ে আসছে রোলিং স্টোনস। সেই রোলিং স্টোনসের মিক জ্যাগার ভারতে ঘুরতে এসেছেন দীপাবলির মরশুমে। শুক্রবার একটি বাঁশবাগানের মধ্যে বসে গিটার বাজিয়ে গানের ভিডিয়ো এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন মিক।
রোলিং স্টোনসের বিখ্যাত অ্যালবাম হ্যাকনি ডায়মন্ডসের থেকে ‘ড্রিমি স্কাইস’ গান গাইছিলেন তিনি। ভিডিয়োটি শেয়ার করে ভারতকে ধন্যবাদ জানিয়েছেন মিক। হিন্দিতে লিখেছেন, “ধন্যবাদ ভারত। রোজকার কাজের থেকে দূরে, এখানে এসে আমার ভীষণ আনন্দ হল। আপনাদের সকলকে অনেক ভালবাসা রইল।”
ভারতীয় সংস্কৃতি বলে, অতিথি দেব ভব। মিকের সেই টুইটের পর গানের সুরে সুরেই বিশ্বখ্যাত রক শিল্পীর সঙ্গে শুভেচ্ছা-বিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হিন্দুস্থান সমাচার/ অশোক