৩০০ কোটির ক্লাবে সলমন-ক্যাটরিনা অভিনীত 'টাইগার ৩'
বক্স অফিসে ঝড় তুলে ৩০০ কোটির ক্লাবে পৌঁছোল সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’। বক্স অফ
টাইগার ৩ 


বক্স অফিসে ঝড় তুলে ৩০০ কোটির ক্লাবে পৌঁছোল সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’। বক্স অফিসের হিসেব বলছে, বিশ্বে ৩০০ কোটিরও বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি।এই ছবিকে ভালোবাসার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন ভাইজান। সূত্রের খবর, ‘টাইগার ৩’-এর সাফল্যে সলমন নাকি শীঘ্রই মুম্বইয়ে পার্টি দিতে চলেছেন।

২০১২ সালে মুক্তি পায় ‘এক থা টাইগার’। ছবিটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল। ব্যবসা করেছিল ৩৩৫ কোটি টাকার মতে। এই ছবিতে সলমনকে একেবারে নতুন অবতারে পেয়েছিলেন দর্শক। ক্যাটরিনা ও সলমনের জমজমাট রসায়ন নজর কেড়েছিল। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘টাইগার জিন্দা হ্যায়’। এই ছবিটি বক্স অফিসে ব্যবসা করে ৫৫৬ কোটি টাকা। ২০২৩ সালে ফের সলমনের সেই ‘টাইগার’ অবতারই তাঁকে সাফল্য এনে দিল।হিন্দুস্থান সমাচার / কাকলি




 

 rajesh pande