জেনিভা, ১৮ নভেম্বর (হি. স.) : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী অন্তর্ভুক্তির দাবিকে ফের সমর্থন করল ফ্রান্স । জানা গিয়েছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের জন্য ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপানের পক্ষে সমর্থন জানিয়েছে ফ্রান্স।
দীর্ঘদিন ধরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে আসছে ভারত। সংস্কারের পক্ষেও লাগাতার সওয়াল করছে দিল্লি। এই পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী অন্তর্ভুক্তির দাবিকে ফের সমর্থন করল ফ্রান্স। জানা গিয়েছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের জন্য ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপানের পক্ষে সমর্থন জানিয়েছে ফ্রান্স। সাধারণ সভার বার্ষিক অধিবেশনে রাষ্ট্রসংঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি নিকোলাস ডি রিভিয়ের জানান, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের মধ্যে আফ্রিকার দেশগুলির শক্তিশালী উপস্থিতি দেখতে চান তারা। প্যারিস ও নয়াদিল্লির কাছেও আফ্রিকার দেশগুলির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ নিয়ে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানান, রাষ্ট্রসংঘে বেশ কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। যার মধ্যে নিরাপত্তা পরিষদের সংস্কার অন্যতম। পাশাপাশি, ভারতকে অবিলম্বে নিরাপত্তা কাউন্সিলের সদস্য করা হোক বলেও জানান তিনি । দীর্ঘদিন ধরে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে আসছে ভারত। সংস্কারের পক্ষেও লাগাতার সওয়াল করছে দিল্লি। এই পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী অন্তর্ভুক্তির দাবিকে ফের সমর্থন করল ফ্রান্স।
জানা গিয়েছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের জন্য ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপানের পক্ষে সমর্থন জানিয়েছে ফ্রান্স। সাধারণ সভার বার্ষিক অধিবেশনে রাষ্ট্রসংঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি নিকোলাস ডি রিভিয়ের জানান, নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যদের মধ্যে আফ্রিকার দেশগুলির শক্তিশালী উপস্থিতি দেখতে চান তারা। প্যারিস ও নয়াদিল্লির কাছেও আফ্রিকার দেশগুলির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ নিয়ে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ জানান, রাষ্ট্রসংঘে বেশ কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। যার মধ্যে নিরাপত্তা পরিষদের সংস্কার অন্যতম। পাশাপাশি, ভারতকে অবিলম্বে নিরাপত্তা কাউন্সিলের সদস্য করা হোক বলেও জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / কাকলি