আইসিসির বিশ্বকাপ একাদশে ভারতের আধিপত্য, সেরাদের মধ্যে ১০ জনই ভারতীয়
দুবাই, ২০ নভেম্বর (হি.স.): ভারত ফাইনালে হেরে গেলে কি হবে, আইসিসির বাছাইকৃত সেরা একাদশে ভারতীয়দের একক
সেরাদের মধ্যে ১০ জনই ভারতীয়


দুবাই, ২০ নভেম্বর (হি.স.): ভারত ফাইনালে হেরে গেলে কি হবে, আইসিসির বাছাইকৃত সেরা একাদশে ভারতীয়দের একক আধিপত্য দেখা যাচ্ছে। আইসিসির নির্বাচিত সেরা একাদশে ছয়জনই ভারতীয়। চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে আছেন মাত্র দুজন। এছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে একজন করে জায়গা পেয়েছেন সেরা একাদশে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স নন, আইসিসির নির্বাচিত সেরা একাদশের নেতৃত্ব থাকছে রোহিত শর্মার হাতে।

বাকি নির্বাচিত ১০ জন:

কুইন্টন ডি কক, ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা,

জাসপ্রীত বুমরাহ,দিলশান মাদুশঙ্কা,অ্যাডাম জাম্পা,

মোহাম্মদ শামি ও দ্বাদশ খেলোয়াড়: জেরাল্ড কোয়েতজি।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande