বিশ্বকাপ শেষ; দ্রাবিড়ের চুক্তিও শেষ, আগামী দিনে কোচ নিয়ে সিদ্ধান্ত নেয়নি বোর্ড
মুম্বই, ২০ নভেম্বর (হি.স.): বিশ্বকাপ শেষ, রাহুল দ্রাবিড়ের চুক্তিও শেষ। ২০২১ সালে দ্রাবিড়ের সঙ্গে দু'
বিশ্বকাপ শেষ


মুম্বই, ২০ নভেম্বর (হি.স.): বিশ্বকাপ শেষ, রাহুল দ্রাবিড়ের চুক্তিও শেষ। ২০২১ সালে দ্রাবিড়ের সঙ্গে দু' বছরের চুক্তি হয়েছিল। আগামী দিনেও কি ভারতের ক্রিকেট কোচ হিসাবে তাকে দেখা যাবে? এই প্রশ্নের উত্তর এখনও দেয়নি বোর্ড। দ্রাবিড়ের প্রশিক্ষণে ভারত বহু দলীয় প্রতিযোগিতা বলতে জিতেছে শুধু এশিয়া কাপ। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে দ্রাবিড় না অন্য কেউ? জানা যাবে কিছুদিনের মধ্যেই।

তবে ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত টি-টোয়েন্টি সিরিজ খেলবে। তার পর দক্ষিণ আফ্রিকার গিয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট সিরিজ খেলবে ভারত। আর সেখানে ভারতীয় দলের দায়িত্বে থাকার সম্ভাবনা রয়েছে ভিভিএস লক্ষ্মনের। যেমনটা হয়,দ্রাবিড় বিশ্রাম নিলে তাঁর উপরেই দায়িত্ব দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande