রাজস্থান বিধানসভা নির্বাচন: বিজেপির লোকেরা দেশকে ধ্বংস করছে : মল্লিকার্জুন খাড়গে
শ্রীগঙ্গানগর, ২০ নভেম্বর (হি.স.) : বিজেপির লোকেরা দেশকে ধ্বংস করছে বলে সোমবার বিজেপির বিরুদ্ধে তোপ দ
রাজস্থান বিধানসভা নির্বাচন: বিজেপির লোকেরা দেশকে ধ্বংস করছে : মল্লিকার্জুন খাড়গে


শ্রীগঙ্গানগর, ২০ নভেম্বর (হি.স.) : বিজেপির লোকেরা দেশকে ধ্বংস করছে বলে সোমবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি এদিন রাজস্থানের অনুপগড়ে দলীয় প্রার্থী সিমলা নায়েকের সমর্থনে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। বক্তৃতা দেওয়ার সময় তিনি বিজেপির উদ্দেশ্যে একথা বলেন। মল্লিকার্জুন খাড়গে এদিনের জনসভায় আরও বলেন, কংগ্রেস দল দেশের সেবায় নিয়োজিত। ইন্দিরা গান্ধীর মতো একজন মহান নেতা তার জীবন উৎসর্গ করেছিলেন। রাজীব গান্ধী এই দেশের ঐক্যের জন্য জীবন দিয়েছেন। কংগ্রেসে এমন লোকও আছেন যারা নাকি তাদের জীবনকে উৎসর্গ করেছেন, অন্যদিকে বিজেপিতে প্রাণ নিয়ে নেওয়ার মতো মানুষ আছে।

সোমবার রাজস্থানের অনুপগড়ে দলীয় প্রার্থী সিমলা নায়েকের সমর্থনে এক জনসভায় ভাষণে খাড়গে আরও বলেন, কারা মহাত্মা গান্ধী, নাথুরাম গডসেকে হত্যা করেছে। নাথুরাম গডসের লোকেরা কোথায় এবং তারা কোন দলে? দেখুন, একদিকে এই লোকেরা দেশের কথা বলে, অন্যদিকে দেশের জন্য আত্মত্যাগকারী মহাত্মা গান্ধীর বিরুদ্ধেও কথা বলে। গান্ধী ও নেহরুজির দর্শনের বিরুদ্ধে কথা বলে। ইন্দিরাজী যে কাজই করুক না কেন, তা কখনোই মেনে নিতেন না। খাড়গে বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি বিদেশে লুকিয়ে রাখা কালো টাকা ফিরিয়ে আনবেন এবং প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা জমা দেবেন। আপনার অ্যাকাউন্টে কি ১৫ লক্ষ টাকা এসেছে? মোদী বলেছিলেন, তিনি প্রতি বছর দুই কোটি লোকের কর্মসংস্থান করবেন। ১০ বছরে ২০ কোটি চাকরি দেওয়া উচিত ছিল। আমি মিথ্যা বলছি নাকি প্রধানমন্ত্রী? তিনি কৃষকদের আয় বাড়ানো এবং তাদের আয় দ্বিগুণ করার কথা বলেছিলেন, আপনার আয় কি দ্বিগুণ হয়েছে? কৃষকদের বিনামূল্যে সার দেওয়ার কথা ছিল, আপনারা বিনামূল্যে পাচ্ছেন সেই সার? আরে, ডিএপি পাওয়া যায় না, ইউরিয়া পাওয়া যায় না, কিন্তু তারা বলছে যে পাওয়া যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande