- আসছেন বলিউডের তারকা-শিল্পী নীতি মোহন, সচেতা পরম্পরা, জ্যাকলিন ফার্নান্ডেজ
হাফলং (অসম), ২০ নভেম্বর (হি.স.) : অসমের অন্যতম এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্রস্থল ডিমা হাসাও। অসমের একমাত্র এই পাহাড়ি জেলা এখন দেশ-বিদেশের পর্যটকদের কাছে অতি পরিচিত নাম। ডিমা হাসাও জেলার পর্যটনশিল্পকে এগিয়ে নিতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ ও জেলার পর্যটন বিভাগ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শীত আসার সঙ্গে সঙ্গেই পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ছে। তাই পর্যটকদের জন্য অতি জনপ্রিয় ফ্যালকন মহোৎসব শুরু হচ্ছে আগামী ৩০ নভেম্বর থেকে।
উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উদ্যোগে ডিমা হাসাও জেলার উদ্যোগনগরী হিসেবে পরিচিত উমরাংসোর তিংবুং গ্রামের কাছে গলফ কোর্সে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে নবম ফ্যালকন মহোৎসব। আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ফ্যালকন মহোৎসব। আর এই ফ্যালকন মহোৎসবকে ঘিরে এখন উমরাংসোতে প্রস্তুতি জোর গতিতে চলছে।
এদিকে সাইবেরিয়া দক্ষিণ আফ্রিকা থেকে পরিযায়ী আমুর ফ্যালকন পাখির আসা শুরু হয়ে গেছে। অক্টোবরের শেষ দিক থেকেই ঝাঁকে ঝাঁকে আমুর ফ্যালকন পাখির আগমন শুরু হয় উমরাংসোতে। ডিসেম্বরের শেষ দিকে উমরাংসো থেকে ফিরে যায় আমুর ফ্যালকন পাখি।
উমরাংসোর নিউ তিংবুং গ্রামের কাছে কপিলি হ্রদের পাশে আস্তানা করে আমুর ফ্যালকন পাখি। সে সময় আমুর ফ্যালকন পাখির আসা-যাওয়া দেখতে প্রচুর পর্যটকদের ভিড় জমে উমরাংসোতে। তাছাড়া এই আমুর ফ্যালকন মহোৎসবে যেমন দেশের বিভিন্ন প্রান্ত পর্যটকদের হাট বসে উমরাংসোতে ঠিক তেমনি হাট বসে বলিউডের শিল্পীদের উমরাংসোতে।
এবার ফ্যালকন মহোৎসবে উমরাংসোতে আসছেন বলিউডের তারকা শিল্পী নীতি মোহন, সচেতা পরম্পরা জ্যাকলিন ফার্নান্ডেজ। তাছাড়া তিন দিনের এই ফ্যালকন মহোৎসবে থাকছে মিস গ্র্যান্ড ফ্যালকন প্রতিযোগিতা, মটর সাইকেল রেস প্রতিযোগিতা, ব্যাটেল অব ব্যান্ড। তাছাড়া তিন দিনের ফ্যালকন মহোৎসবে থাকছে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর পরম্পরাগত হাতে নির্মিত বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী অ্যাথনিক ফুড স্টল। তাছাড়া বাইরে থেকে আগত পর্যটকদের জন্য গলফ কোর্সে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক টেন্ট।
হিন্দুস্থান সমাচার / নিরূপম / সমীপ