করিমগঞ্জ (অসম), ২০ নভেম্বর (হি.স.) : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ সোমবার ডায়েট, করিমগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিএড ২০২৩-২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।
বিএড তৃতীয় ষাণ্মাষিক শিক্ষার্থীদের উদ্যোগে ও ডায়েট-এর সহযোগিতায় আয়োজিত এদিনের সভায় পৌরোহিত্য করেন ডায়েট-এর অধ্যক্ষ মহুল চৌধুরী।
প্রথমে উদ্যোক্তাদের পক্ষে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয়। উদ্ভোধনী সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্যে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিএড তৃতীয় ষাণ্মাষিকের ছাত্রী প্রমীলা দাস ও নিকিতা রবিদাস। একে একে নতুন শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে সম্ভাষণ জানান উদ্যোক্তারা।
অধ্যক্ষ মহুল চৌধুরী তাঁর বক্তৃতায় নতুন পরীক্ষার্থীদের উৎসাহিত করে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং ডায়েট-এর সুনাম অক্ষুণ্ণ রেখে মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান।
ডায়েট-এর জ্যেষ্ঠ প্রভাষিকা মিষ্টু ভট্টাচার্য তাঁর বক্তৃতায় বলেন, সবাইকে সরকারি গাইড লাইন অনুসারে ডায়েট-এর নিয়মনীতি মেনে চলতে হবে। তিনি আরও বলেন, প্রকৃত শিক্ষক হতে হলে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পেশাগত যোগ্যতা গড়ে তুলতে হয়। তিনি বলেন, গোটা রাজ্যে করিমগঞ্জ ডায়েট-এর আলাদা সুনাম রয়েছে। পাঠদানের মাধ্যমে এই সুনাম যাতে আরও বৃদ্ধি পায় সেই মনোভাব নিয়ে সবাইকে অগ্রসর হতে হবে।
ডায়েট-এর প্রাক্তন প্রভাষক তথা বর্তমান অতিথি-প্রভাষক কানাইলাল দে বলেন, শিক্ষকতা শুধুমাত্র পুঁথিগত বিদ্যানির্ভর হলে চলবে না। পঠন-পাঠনের সাথে ব্যবহারিক শিক্ষারও সংযোগ ঘটাতে হবে। একজন শিক্ষককে নিজেকে এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে সমাজে বিবর্তন আসে। পরে শিক্ষার্থীদের পরিবেশিত দেশাত্মবোধক সংগীত, নৃত্য, আবৃত্তি, কবিতা ইত্যাদি উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে বক্তব্য পেশ করেন জ্যেষ্ঠ প্রভাষিকা রাজশ্রী চক্রবর্তী, প্রভাষিকা ড. নিবেদিতা দাস, অতিথি-প্রভাষক দিবাকর ভট্টাচার্য, বিএড তৃতীয় সেমিস্টারের মহম্মদ লোকমান আহমেদ, বিএড প্রথম সেমিস্টারের সামসুল প্রমুখ।
ধন্যবাদ সূচক বক্তৃতায় ডায়েট-এর পক্ষ থেকে প্রভাষিকা মিষ্টু ভট্টাচার্য উদ্যোগতাদের এ ধরনের সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি নবীন প্রবীণ সবাইকে একসাথে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিকাল চারটা নাগাদ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা / সমীপ