প্রধানমন্ত্রী হওয়ার জন্য লুক ফ্রিডেনকে অভিনন্দন মোদীর
নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.) : লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হওয়ার জন্য লুক ফ্রাইডেনকে অভিনন্দন জান
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হওয়ার জন্য লুক ফ্রিডেনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.) : লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হওয়ার জন্য লুক ফ্রাইডেনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স- পোস্ট করে লেখেন, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য লুক ফ্রাইডেনকে আন্তরিক অভিনন্দন। ভারত-লাক্সেমবার্গ সম্পর্ককে আরও মজবুত করতে আপনাদের সঙ্গে কাজ করতে আমরা উৎসাহী বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী উল্লেখ করেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি আমার বিশ্বাস ও দৃঢ়তা নিহিত আছে।

হিন্দুস্থান সমাচার /অর্পিতা




 

 rajesh pande